বাংলা৭১নিউজ,(খুলনা)প্রতিনিধি: খুলনার রূপসা উপজেলার আঠারােবেকি নদী থেকে অজ্ঞাত এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (০২ মার্চ) বিকেলে উপজেলার ঘাটভােগ ইউনিয়নের ডােবা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া নারীর লাশে ১০টি ধারালাে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রূপসা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইন্দ্রজিত মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১০-১২ দিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করছি আমরা।মরদেহের বিভিন্ন স্থানে ১০টি কোপের চিহ্ন রয়েছে। লােহার পাতে মরদেহ বেঁধে পানিতে ফেলে দেয়া হয়। পানিতে থাকায় ওই নারীর চেহারা বিকৃত হয়ে গেছে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি।
বাংলা৭১নিউজ\আরপি