রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু মহাখালীতে আবাসিক ভবনে আগুন প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের নিজে নন, শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

নামাজে কাতার সোজা করার গুরুত্ব

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১২ জুলাই, ২০১৭
  • ২৩০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: নামাজ এমন একটি ফরজ ইবাদত, যা দিনে পাঁচবার মুসলমানদের পরস্পরে একত্রিত হওয়ার সুযোগ করে দেয়। নামাজ যেমন পরস্পরের মাঝে সৌহার্দ সৃষ্টি করে একে অন্যের কাছাকাছি নিয়ে আনে।

আবার নামাজ মানুষের সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে থাকে। নামাজে ধনী-গরিবের মাঝে কোনো ব্যবধান থাকে না। নামাজের বিশেষ শিক্ষা হলো একতা, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ।

জামাআতে নামাজ পড়ার জন্য কাতার সোজা করার গুরুত্ব অপরিসীম। ইসলামের আগের যুগের উম্মতদের ইবাদতের কাতার ছিল গোলাকার; আর উম্মতে মুহাম্মাদির নামাজের কাতার হলো লম্বালম্বি।

ইসলাম বিচ্ছৃঙ্খলা ও অনিয়মতান্ত্রিকতা পছন্দ করে না। নামাজের কাতার সোজা করার মধ্যেই এর বাস্তব চিত্র ফুটে ওঠে। হাদিসে এসেছে, ‘কাতার সোজা করা নামাজেরই সৌন্দর্য।’

নামাজের কাতার সোজা করা সুন্নাত, ওয়াজিব, মোস্তাহাব ইত্যাদি মতামত রয়েছে। তবে জামাআতের সারিকে সোজা করা ইমামের ওপর ওয়াজিব; এটা দুররে মুখতার কিতাবে উল্লেখ করা হয়েছে। আর এটা পরিত্যাগ করা মাকরূহে তাহরিমি।

নামাজের সারি বা কাতার সোজা করা প্রসঙ্গে হাদিসে এসেছে-

>> হজরত নোমান ইবনে বশির রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সারিসমূহ (কাতার) এমনভাবে সোজা করতেন, যেন তার সাথে তিনি তীর সোজা করছেন।

তিনি এরূপ করতেন যতক্ষণ না তিনি বুঝতে পারতেন যে আমরা বিষয়টি তার নিকট থেকে পুরোপুরি বুঝতে পেরেছি।

একবার তিনি ঘর থেকে বের হয়ে আসলেন এবং নামাজে দাঁড়ালেন, এমনকি তাকবিরে তাহরিমা বলতে উদ্যত হলেন, এমন সময় দেখলেন এক ব্যক্তি সারি থেকে সামনেরে দিকে সিনা বাড়িয়ে দাঁড়িয়েছেন।

তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘আল্লাহর বান্দাগণ! হয় তোমরা তোমাদের সারি (কাতার) সোজা করে দাঁড়াবে; নতুবা আল্লাহ তাআলা তোমাদের মুখমণ্ডলসমূহে পার্থক্য সৃষ্টি করে দেবেন। (মুসলিম, মিশকাত)

>> হজরত আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা নামাজের (কাতার) সারিসমূহকে সোজা কর। কেননা (কাতার) সারি সোজা করা নামাজ প্রতিষ্ঠা করার অন্তর্ভূক্ত।’ (বুখারি ও মুসলিম, মিশকাত)

মুসলিমের অন্য বর্ণনায় এসেছে, ‘সফ (কাতার) বা সারি সোজা করা নামাজ পূর্ণ করার অন্তর্ভূক্ত।

পরিশেষে…

নামাজ বিশুদ্ধ ও সুন্দর হওয়ার জন্য যে সব বিধি-বিধান রয়েছে সে সবের মধ্যে নামাজের কাতার সোজা করাও তার অন্তর্ভূক্ত যেভাবে আল্লাহর বাণী- ‘নামাজ প্রতিষ্ঠা করা’র মধ্যে নামাজের যাবতীয় আরকান, আহকাম, ফরজ, ওয়াজিব, সুন্নত ও মোস্তাহাব সব কিছুই অন্তর্ভূক্ত।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জামাআতে নামাজ আদায়ের সময় কাতার বা সারিগুলো সুন্দরভাবে সোজা করার করার মাধ্যমে নামাজকে পরিপূর্ণ ও প্রতিষ্ঠা করার তাওফিক দান করুন। আমিন।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com