নাব্য সংকটে অচলাবস্থা হয়ে পরেছে রাজবাড়ীর নগরবাড়ি বাঘাবাড়ি নৌরুট। যে কারণে দৌলতদিয়া ফেরিঘাটের কাছে আটকে আছে অন্তত ২৫টি মালবোঝাই জাহাজ। চালকরা বলছেন, পদ্মায় নাব্য সংকটের কারণে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে যে কারণে জাহাজগুলোকে আটকে থাকতে হচ্ছে দিনের পর দিন।
চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে পণ্যপরিবহনের সহজ উপায় রাজবাড়ীর নগরবাড়ি বাঘাবাড়ি নৌরুট। প্রতিদিন এই নৌরুট দিয়ে চলাচল করে শত শত মালবাহী জাহাজ। কিন্তু গত এক সপ্তাহ ধরে পদ্মার পানি কমে যাওয়ায়, ঢল্লার চর, রাখালিয়া, বেতালিয়া, উত্তর দৌলতদিয়াসহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে ডুবোচর। যে কারণে মাঝেমধ্যেই আটকে যাচ্ছে জাহাজ।
শ্রমিকরা জানান, কোনও উপায় না পেয়ে তারা বড় জাহাজ থেকে নামিয়ে ছোট জাহাজে করে সার, গম, পোল্ট্রি খাদ্যসহ বিভিন্ন পণ্য গন্তব্যে নিচ্ছেন।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে জাহাজের চালকরা জানান, প্রতি বছর শীত মৌসুমে নাব্য সংকটের কারণে এই নৌপথে ভোগান্তিতে পরতে হয়। এ ব্যাপারে সরকারের সদিচ্ছা থাকলেও বিআইডব্লিটিএর কর্মকর্তাদের গাফিলতিতে কাটছে না ভোগান্তি।
বাংলা৭১নিউজ/এএম