বুধবার, ২৯ মে ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হঠাৎ বন্যার ঝুঁকিতে যে ৬ জেলা সীমার চেয়ে ৩০ গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে ইরান সম্পর্ক পরবর্তী স্তরে উন্নীত করতে চায় বাংলাদেশ-নেদারল্যান্ডস পাকিস্তানে তাপমাত্রা ছাড়ালো ৫২ ডিগ্রি সেলসিয়াস সাবেক আইজিপি বেনজীরকে দুদকে তলব ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট ২ জুন থেকে ইন্টারন্যাশনাল টেলি অ্যাওয়ার্ড জিতল সিসিমপুর ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো স্পেন শিশু ধর্ষণ মামলায় যুবককে আমৃত্যু কারাদণ্ড বাংলাদেশে ব্যবসা করতে চায় অ্যামাজন-বোয়িংয়ের মতো অনেক প্রতিষ্ঠান অবৈধ বিদেশিদের বিষয়ে তদন্ত করতে আইজিপিকে নির্দেশ হাইকোর্টের বাঘাইছড়িতে পাহাড় ধস, নিম্নাঞ্চল প্লাবিত ঝড়ে ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে প্রাণ গেলো ইউপি সদস্যের মেঘনার তীররক্ষা বাঁধে ধস, মেরামতে নৌপুলিশ দেহাংশ খুঁজতে ভাঙা হবে সঞ্জীবা গার্ডেনসের স্যুয়ারেজ লাইন আজিজ-বেনজীর ইস্যুতে সরকার বিব্রত নয়: কাদের ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের দমন করবেন ট্রাম্প ১১ প্রকল্প অনুমোদন কর্ণফুলীতে হবে তীর সংরক্ষণ, নওগাঁয় আধুনিক সাইলো ‘১০ বছ‌রে ১৮১ সরকা‌রি কর্মকর্তার শা‌স্তি, ১৭০ জনকে অব্যাহতি’ রাষ্ট্রপতির কাছে তিন অনাবাসিক রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

নাটোরে উদযাপিত হলো ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ১১৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,নাটোর প্রতিনিধি: সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে উদযাপিত হলো ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস।

এ উপলক্ষে মঙ্গলবার সকাল পৌনে ১০টায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা সরকারী গণগ্রন্থাগারের সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাটোর-২ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল বলেন সরকার সকল প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয় শিক্ষা ও খেলনা উপকরণের ব্যবস্থা করবে। বর্তমানে প্রতিটি উপজেলার গ্রামে গ্রামে প্রতিবন্ধীদের সেবা দেয়ার জন্য ফিজিওথেরাপি সম্বলিত গাড়ী দেয়া হয়েছে। তাছাড়াও জেলাতে ১টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র প্রতিষ্ঠা করে দেয়া হয়েছে।

সাংসদ শিমুল প্রতিবন্ধীদের প্রযুক্তি নির্ভর আরো শিক্ষা উপকরণ বিতরণের জন্য জেলা প্রশাসন, জেলা পরিষদ, বিভিন্ন উন্নয়ন সংস্থাদের প্রয়োজনীয় আর্থিক অনুদন প্রদান করার আহ্বান জানান। তিনি তাৎক্ষণিক প্রতিবন্ধী শিশুদের জন্য দেড় লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন।

উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসক শাহরিয়াজের সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. সাজেদুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস। অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান স্বাগত বক্তব্য পেশ করেন।

আলোচনা সভায় জানানো হয় নাটোরে প্রতিবন্ধীদের শিক্ষা গ্রহণের জন্য ৬টি স্কুল আছে। তাছাড়া জেলার তালিকাভুক্ত ২২ হাজার ৫২৫ জন প্রতিবন্ধীর মধ্যে ৬০৮ জন অটিস্টিক ব্যক্তি। এ পর্যন্ত সরকারী পর্যায়ে প্রতি বছর যে অনুদান আসে তাতে বছরে ১০হাজার ৯৬০ জনকে ভাতা প্রদান করা হয়েছে। ২০১৯২০ সালের জন্য বরাদ্দকৃত অর্থে এ বছর ১৩হাজার ২৪৯ জনকে ভাতা প্রদান করা সম্ভব হবে।

উল্লেখ্য ২০০৭ সাল থেকে প্রতিবছরের ২ এপ্রিল বিশ্ব অটিজম দিবস পালিত হয়ে আসছে।

বাংলা৭১নিউজ/এমএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com