বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি: মাগুরা-ঝিনাইদহ সড়কের আবালপুর এলাকায় শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে স্যালো ইঞ্জিনচালিত নাটা গাড়ি উল্টে ২ জন নিহত হয়েছেন। নিহত নুর ইসলাম (২০) সদর উপজেলার জাগলা গ্রামের হাফিজার হোসেন ছেলে ও মামুন হোসেন জাফরান (২২) সাজিয়াড়া গ্রামের আকতার মোল্যার ছেলে।
এস আই মিরাজুল ইসলাম জানান, স্যালো ইঞ্জিনচালিত একটি নাটা গাড়ি ইছাখাদা বাজার থেকে কাঠের খড়ি বোঝাই করে বাগবাড়ী ইটভাটার দিকে যাচ্ছিল । ঘটনাস্থলে পৌছালে ওই নাটা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায় ।
এ সময় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলে নুর ইসলাম (২০) নিহত হয় । ঘটনাস্থল থেকে গুরুতর আহত মামুন হোসেন জাফরান ( ২২) কে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কমর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। লাশ ময়না ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে ।
বাংলা৭১নিউজ/জেএস