বাংলা৭১নিউজ ডেস্ক: বিগত ২০১৭ সালে নরওয়েতে আগামীর গাড়ি হিসেবে বিবেচিত বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির বিক্রি উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। এ সময় নতুন নিবন্ধিত গাড়ির অর্ধেকরও বেশি ছিল বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি।
নরওয়েজিয়ান রোড ফেডারেশন (ওএফভি) জানিয়েছে গত বছর (২০১৭) দেশটিতে নতুন বিক্রি হওয়া গাড়ির মধ্যে ৫২ শতাংশই ছিল পুরোপুরি বৈদ্যুতিক বা হাইব্রিড গাড়ি। তার আগের বছর অর্থাৎ ২০১৬ সালে যা ছিল ৪০ শতাংশ। খবর রয়টার্স।
ওএফভি-এর প্রধান ওয়েভিন্দ সোলবার্গ থরসেন বলেন, বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে সরকার অনেক জায়গায় কর, রাস্তার টোল মওকুফ থেকে শুরু করে অনেক সময় বিনামূল্যে গাড়ি পার্ক ও চার্জেরও সুযোগ দিচ্ছে।
বাংলা৭১নিউজ/সিএইস