ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় অতর্কিত হামলার শিকার হয়েছে স্বাধীন বাংলা ও দৈনিক দেশ পত্রিকার সাংবাদিক দেলোয়ার হোসেন। এ ঘটনায় দেলোয়ার গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে নবীনগর পৌর এলাকার আলমনগর দক্ষিণপাড়া বাবুল মিয়ার দোকানের সামনে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে সাংবাদিক দেলোয়ার হোসেনের শরীরে ও মাথায় মারাত্মকভাবে আঘাত এবং জখম করেন মৃত খুরশিদ মিয়ার ছেলে মো. বাবুল মিয়া।
আহত সাংবাদিক দেলোয়ার জানান, আমার একটি জমিতে ধান চাষ না করে গরুর জন্য ঘাস করি। এ জমি থেকে টাকা দাবি করে স্কিমের মালিক বাবুল মিয়া। আমি টাকা দিতে প্রতিবাদ করি, মঙ্গলবার সকালে জমিতে ঘাস কাটতে যাওয়ার পথে তার দোকানের সামনে আমাকে একা পেয়ে অতর্কিত হামলা করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাকে সদর হাসতালে নিয়ে আসেন।
নবিনগর থানার ওসি আমিনুর রশিদ বলেন, এ ঘটনার খবর পেয়েছি, মামলা প্রক্রিয়াধীন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ