বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ ঝড় ও বজ্রবৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা ব্যাটারিচালিত রিকশাকে বাসের চাপা: চট্টগ্রামে ভাই-বোনসহ তিনজন নিহত আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৬ বাংলাদেশি ঈশ্বরদীতে সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে পিয়া গ্রেফতার দেশবাসীর কাছে অনুরোধ, আমাদের কাজ করতে দেন: আইজিপি প্রায় দু’সপ্তাহ ধরে গাজায় অবরোধ, খাবার-জ্বালানি-ওষুধ সরবরাহে বাধা ‘দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে ধর্ষণ কমবে’ শ্রমিকদের সব পাওনা ২০ রমজানের মধ্যে পরিশোধ করতে হবে পাকিস্তানে ট্রেন ছিনতাই যেভাবে জিম্মি যাত্রীদের উদ্ধার করলো নিরাপত্তা বাহিনী শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, আজও দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট জাতিসংঘ মহাসচিব ঢাকায় আসছেন আজ জামায়াত শাপলাকে, আওয়ামী লীগ শাহবাগকে প্রক্সি হিসেবে ব্যবহার করেছে সচিবালয় ও শাহবাগসহ আশপাশের এলাকায় মিছিল-গণজমায়েত নিষিদ্ধ ওআইসিভুক্ত মিশন প্রধানদের কাছে ভোটের প্রস্তুতি তুলে ধরবেন সিইসি রোহিঙ্গাদের নিয়ে আইসিজে মামলায় আমরা সফল হতে চাই : প্রধান উপদেষ্টা ছাত্র ফেডারেশন-ছাত্র ইউনিয়ন নেতাসহ ১২ জনের নামে মামলা বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবদল-বিএনপির সংঘর্ষ, আহত ৩০

ধর্ষণের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, যুবকের বাধা

পিরোজপুর প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

পিরোজপুরে ধর্ষণের বিরুদ্ধে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে মো. ফরহাদ নামে এক যুবকের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১২ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে পিরোজপুর সিভিল সার্জন অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ওই যুবক শিক্ষার্থীদের ‘জয়বাংলা স্লোগান’ দিতে বলে এবং বিভিন্নভাবে উত্ত্যক্ত করে।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ফরহাদ পিরোজপুর সদর উপজেলার খামকাটা এলাকার মো. মাইনুল ইসলামের ছেলে।

পিরোজপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী হিরা শেখ বলেন, আজ সকাল ১০টার দিকে আমাদের মহিলা কলেজের সামনে শতাধিক শিক্ষার্থী মিলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাসস্ট্যান্ড ও সাইদী ফাউন্ডেশন হয়ে আবার মহিলা কলেজের সামনে আসছিলাম।

এ সময় সাইদী ফাউন্ডেশনে সামনে থেকে এক যুবক আমাদের মিছিলের ভিডিও করতে থাকে এবং আমাদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে ওই যুবক আমাদের জয়বাংলা স্লোগান দিতে বলে।

আমরা তাকে ভিডিও করতে বাধা দিলে সে আমাদের ওপর হামলা করে পালিয়ে যেতে গেলে স্থানীয় লোকদের সহায়তায় আমরা তাকে সিভিল সার্জন অফিসের সামন বসে আটক করে পুলিশের হাতে তুলে দিই।

মিরানা ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের বোনদের ধর্ষণের বিচারের দাবিতে আজ রাস্তায় নেমেছিলাম। বিক্ষোভ মিছিলেই এক যুবক আমাদের উত্ত্যক্ত করে জয়বাংলা স্লোগান দিতে বলেছে। আমাদের নিরাপত্তা কোথায়? আমরা এর বিচার চাই। আমরা নিরাপত্তা চাই।

এ বিষয়ে পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, এক যুবক আমাদের কলেজের মেয়েদের বিক্ষোভ মিছিলে উত্ত্যক্ত করে এবং জয়বাংলা স্লোগান দিতে বলে। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, পুলিশ এর সুষ্ঠু বিচার করবেন বলে আশ্বস্ত করেছে।

এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে এক যুবক শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে। ওই যুবক পুলিশ হেফাজতে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com