বাংলা৭১নিউজ,স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দ্বিতীয়বারের মতো মেয়ে সন্তান জন্ম দেওয়ায় ১৫ দিনের শিশু সন্তানকে পুকুরে ফেলে হত্যা করেছে আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৭ জুন) দিবাগত রাতের যে কোন সময় শিশুটিকে পুকুরে ফেলে দেন তিনি। পরে বৃহস্পতিবার বিকালে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
শিশুটির নাম আছিয়া খাতুন। সে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ইছাকুড় গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান জানান, দ্বিতীয় সন্তানও মেয়ে হওয়ায় আশরাফুল মেনে নিতে পারেননি। এই ক্ষোভে আশরাফুল নিজেই বুধবার দিনগত রাতে ১৫ দিনের শিশু সন্তান আছিয়াকে বাড়ির পাশে একটি পুকুরে ফেলে দেয়। বৃহস্পতিবার বিকালে এলাকাবাসী পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসার সময় আশরাফুলের সন্দেহজনক আচরণ দেখে তাকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, পরে জিজ্ঞাসাবাদে আশরাফুল স্বীকার করেছে যে সে দ্বিতীয় সন্তানও মেয়ে হওয়ায় অভিমানে নিজেই আছিয়াকে পানিতে ফেলে দিয়ে হত্যা করেছে।
বাংলা৭১নিউজ/জেএস