বাংলা৭১নিউজ, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে সফলভাবে ৪ বছর পূরণের দ্বারপ্রান্তে এসে দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ফারজানা ইসলাম। আজ বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
পুনর্নিয়োগ পাওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান তাকে অভিনন্দন জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন অধ্যাপক ফারজানা ইসলাম।
২০১৪ সালের ২ মার্চ ভিসি প্যানেলে নির্বাচিত হয়ে দেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অধ্যাপক ফারজানা। আগামী ২ মার্চ তার মেয়াদকাল শেষ হওয়ার কথা ছিল। এর আগেই আজ বৃহস্পতিবার পুনরায় পেলেন তিনি।
বাংলা৭১নিউজ/জেএস