বাংলা৭১নিউজ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাতে ১০ পরিবহন দালালকে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃতরা হলো দৌলতদিয়া এলাকার মিন্টু ফকির, সোহেল রানা, নুরুল ইসলাম, খোকন ফকির, রুহুল আমিন, আজিবর মন্ডল, মতিয়ার রহমান, হাফিজুল ইসলাম, ইকবাল হোসেন, রাজ্জাক হোসেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ বলেন, রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগমের নির্দেশনায় দশের গুরুত্বপূর্ন নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট এলাকা মানুষ যাতে নিরাপদে নির্বিঘেœ যাওয়া আসা করতে পারে কোন দালাল চক্র যাতে মাথাচারা দিয়ে উঠতে না পারে সে জন্য ওই এলাকায় গোয়েন্দা নজর দাড়ি বাড়ানো হয়। এবং মঙ্গলবার রাতে হাতেনাতে আটককৃতদের মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস