বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত শনিবারেও খোলা থাকবে বিআরটিএ অফিস সচিবালয়ের অগ্নিকাণ্ড ‘পরিকল্পিত’ মনে হচ্ছে নৌবাহিনী কর্মকর্তার ‘নয়া দামান’খ্যাত তসিবা এবার গাইলেন ‘নয়া বাতাস’ রাখাইনে রোহিঙ্গাদের ওপর বেশি নির্যাতন করে আরাকান আর্মি গাজীপুরের চন্দ্রায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ রাতে ফোন পেয়ে বের হন বাবু, সকালে মিলল মরদেহ বিদ্যুৎ বিচ্ছিন্ন সচিবালয়, বন্ধ দাপ্তরিক কাজ সচিবালয়ে লাগা আগুনের কারণ খুঁজতে কমিটি গঠন হাসিনার দালালরা অপকর্মের ফাইল পুড়িয়ে দিল: সারজিস ৪০ কোটির মধ্যে ৩০ কোটি বই ছাপানো বাকি কর্ণফুলীতে ভেসে উঠলো নিখোঁজ দুই পর্যটকের মরদেহ ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক ধরা পড়ল শিক্ষার্থীদের হাতে সিরিয়ায় আসাদপন্থিদের ‘অতর্কিত হামলায়’ ১৪ নিরাপত্তা সদস্য নিহত ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ

দৌলতদিয়া ঘাট এলাকায় ভাঙন শুরু, ঈদ যাত্রায় ভোগান্তির আশংঙ্কা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৪ আগস্ট, ২০১৭
  • ৪৯৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মোঃ নজরুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি: ঈদুল আযহার আর মাত্র কয়েক দিন বাকী সপ্তাহ খানেক পড়েই কোরবানির পশুর গাড়ির চাপ হবে দৌলতদিয়া ফেরি ঘাটে, আবার নতুন করে গত শুক্রবার থেকে পদ্মায় পানি বৃদ্ধির সাথে সাথে দুই, তিন এবং চার নম্বর ফেরি ঘাট এলাকায় শুরু হয়েছে নদী ভাঙ্গন। স্থানীয়রা আশংঙ্কা করছে যদি এই অবস্থা চলতে থাকে তবে কোরবানির আগে দৌলদিয়া ঘাটে ভোগান্তি আরো বাড়বে। যদিও জরুরী ভিত্তিতে জিও ব্যাগ ফেলা শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। কর্তৃপক্ষ বলছে স্থায়ী ব্যাবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
গত বছর কোরবানির ঈদের সময় দৌলতদিয়া ঘাটের চারটি ঘাটের সবগুলো ঘাট ভাঙ্গনের কারনে বন্ধ ছিল। সে সময় ভোগান্তিতে পড়েছিল যাত্রী, চালক ও পশু ব্যাবসায়ীরা। চলতি বছরের জুন জুলাই মাসের বেশির ভাগ সময় নদীর তীব্র ¯্রােত আর ভাঙ্গনের কারনে ঘাট এলাকায় প্রতিদিন চার থেকে পাচ কিলোমিটার জানজট থেকেছে। জুলাই মাসের শেষে দৌলতদিয়া ঘাট এলাকায় নতুন একটি ঘাট তৈরি করায় ভোগান্তি কিছুটা কমলেও গত শুক্রবার থেকে ফেরি সংকট, পদ্মায় পানি বৃদ্ধি আর ভাঙ্গন শুরু হওয়ায় ঘাট এলাকায় দেখা দিয়েছে জানজটের।
যশোর থেকে ছেড়ে আসা ট্রাক চালক আমিরুল ইসলাম জানান, দৌলতদিয়া ঘাটে দুই থেকে তিন দিন আটকে থাকতে হচ্ছে তাদের, আর বৃষ্টির কারনে নষ্ট হচ্ছে গাড়িতে থাকা চালসহ বিভিন্ন পন্য। তাছারা সময় মতো পন্য পৌছে দিতে না পারায় বাড়ছে পরিবহন খরচ। তারা অভিযোগ করেন ঘাট এলাকায় রাতের বেলা নিরাপত্তা হীনতায় ভুগেন তারা অনেকে আবার খুইয়েছেন মোবাইল মানিব্যাগ।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল জানান, পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলা শুরু করেছে এরই মধ্যে ৪০ হাজার জিও ব্যাগ ফেলা শেষ হয়েছে এই জিও ব্যাগে ভাঙ্গন রোধ করা সম্ভব হবে না দরকার স্থায়ী ব্যবস্থা। এই ভাবে ভাঙ্গন অব্যহত থাকলে আসছে ঈদে ঢাকামুখি পশুর গাড়ি আর ঘরমুখো মানুষের ভোগান্তি বাড়বে।
পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ীর সাব এ্যাসিটেন্ট ইঞ্জিনিয়ার মোঃ নুরুন্নবী জানান, বর্তমানে দৌলতদিয়া ঘাট এলাকায় ভাঙ্গন অব্যহত জরুরী ভিত্তিতে জিও ব্যাগ ফেলা শুরু করা হয়েছে, আর স্থায়ী ভাবে ব্যাবস্থা গ্রহনের জন্য রাজবাড়ীর জেলা প্রশাসন বিআইডব্লিউটিএ বিআইডব্লিউটিসি সকলে মিলে সভার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে গত ২৪ ঘন্টায় রাজবাড়ীর পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে ৩২ সেন্টিমিটার।
আর বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক সফিকুল ইসলাম জানান, দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৬ টি ফেরির মধ্যে ৩ টি বিকল থাকায় ১৩ টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। নদীতে ¯্রােত থাকায় যানবাহনের দীর্ঘ্য সাড়ি তৈরি হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com