সারাদেশে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে গত ১৯ মে থেকে ২২৫টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি ১০ হাজার ১০ জন। এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন ৮৬৫ জন।
গতকাল বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন।
রিজভী বলেন, সংলাপ নিয়ে সরকারি দলের নেতাদের ক্ষীণ স্বর কর্পূরের মতো। তাদের সংলাপের কথা মাটিতে পড়ার আগেই হাওয়ায় মিলিয়ে যায়। তারা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের ভয়ে নির্দলীয়-নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার বিষয়টি সব সময় এড়িয়ে যান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, আব্দুস সাত্তার পাটোয়ারী, তারিকুল ইসলাম তেনজিং, খান রবিউল ইসলাম প্রমুখ।
বাংলা৭১নিউজ/এবি