ঘন কুয়াশার কারণে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
দীর্ঘ কয়েকঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন দক্ষিণাঞ্চল থেকে নদী পার হতে আসা যাত্রী ও যানবাহনের চালকরা।
এরআগে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে সকাল সোয়া ৬টার দিকে এরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
জানা গেছে, কিছু দিন ধরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নাব্য ও ফেরি সংকটে সিরিয়াল তৈরি হয়ে আসছে। ফলে নদী পারের অপেক্ষায় যাত্রীবাহী বাসের যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা এবং ট্রাকচালকদের দিনের পর দিন আটকে থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্তমানে এর সঙ্গে যুক্ত হয়েছে ঘন কুয়াশা। ফলে দূর হচ্ছে না ভোগান্তি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া সহকারী ঘাট ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল পৌনে ৯টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়। এখন পারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে। বর্তমানে এরুটে ছোট বড় ১৩টি ফেরি চলাচল করছে।