বাংলা৭১নিউজ,ঢাকা: কোরবানির পশু জবাইয়ের জন্য ঢাকা উত্তরে ৫৬৭ ও ঢাকা দক্ষিণে ৫৮৩টি স্থান নির্ধারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এছাড়া রাজধানীর বাইরে সারাদেশেও নির্দিষ্ট করে দেয়া হয়েছে কোরবানির পশু জবাইয়ের স্থান।
১১টি সিটি করপোরেশনের মোট ৬২৩৩ টি স্থান পশু কোরবানি জন্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে ৫২৬টি, চট্টগ্রামে ৩৮৭ এবং রাজশাহীতে ২২৪ টি স্থান নির্ধারিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই ও দ্রুত বর্জ্য অপসারণ সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত হয়।
এছাড়াও ১৮ বছরের নিচে কোনো মাদ্রাসার ছাত্র কোরবানির পশু জবাই এ অংশ নিতে পারবে না বলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। ঈদ উল আজহার ১০ দিন আগে এলাকাভিত্তিক পশুর হাটগুলোতে পশু কোরবানি স্থানের তালিকাগুলো দিয়ে দেয়া হবে বলেও জানান হয়।
বাংলা৭১নিউজ/এসএইস