রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শেয়ারবাজারে সপ্তাহজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ইসলামী ব্যাংক ঢাকার খাল দিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে সরকার জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্য রাষ্ট্রকে অনন্য উচ্চতা দিয়েছে: আ স ম রব স্বৈরাচারের সহযোগী দলগুলোকে ১০ বছর রাজনীতি নিষিদ্ধ করা উচিৎ জনগণের আস্থা ফেরানোর চেষ্টা করছি: ডিএমপি কমিশনার ইউক্রেনে মেডিকেল সেন্টারে রাশিয়ার হামলা, নিহত ৬ পাবনায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহকে হত্যার দাবি ইসরায়েলের রিমান্ড শেষে কারাগারে সাবেক রেলমন্ত্রী সুজন দ্বিতীয় দিন একটি বলও মাঠে গড়ালো না প্রশাসনে আ. লীগের দোসরদের রেখে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় : রিজভী ঢাকায় একদিনে ট্রাফিক আইনে ৬৩৩ মামলা, জরিমানা ২৩ লাখ বেপরোয়া গাড়ি চালিয়ে বাংলাদেশে ঢুকে পড়া দুই ভারতীয় আটক পুলিশে ৩৬০০ কনস্টেবল নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর বিদেশি বিনিয়োগ টানতে উন্নত ব্যবসায়িক পরিবেশ তৈরির পরামর্শ আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান, যেতে হতে পারে কারাগারে ‘অজনা কারণে’ পেশাগত সনদ পাননি ৩ হাজারেরও বেশি নার্স চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত দেশের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে আজও আমার কথা বলে চাঁদা-সুবিধা আদায়ের চেষ্টা করলে পুলিশে দিন

‘দেশের মানুষকে আমরা কষ্ট দিয়েছি’ ক্ষমা চাইলেন শান্ত

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২১ বার পড়া হয়েছে

ভালো খেলেও এমন সুযোগ অনেক বড় দল পায়নি। বাদ হয়ে গেছে পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো টি-টোয়েন্টির পরাশক্তিরা। বাংলাদেশের সামনে সুযোগ এসেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার, সুপার এইটে টানা দুই ম্যাচ বাজেভাবে হারার পরও।

আজ (মঙ্গলবার) আফগানিস্তানকে মাত্র ১১৫ রানেই আটকে দিয়েছিলেন টাইগার বোলাররা। এই রান ১২.১ ওভারে তাড়া করতে পারলেই সেমিফাইনালে উঠে যেতো বাংলাদেশ। কিন্তু সেমিতে নাম লেখানো তো দূরে, ১১৫ তাড়া করতে গিয়ে হেরেই বসেছে নাজমুল হোসেন শান্তর দল।

বিশ্বকাপের সুপার এইটপর্বে তিন ম্যাচের সবকটি হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। হাতের মুঠোয় থাকা ম্যাচেও পায়নি জয়।

এমন হারের পর ভীষণ হতাশ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মনে হয়, আমাদের বোলাররা দারুণ করেছে। এই উইকেটে আমাদের অবশ্যই জেতা উচিত ছিল। ব্যাটিং গ্রুপ হিসেবে আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি, যা আমাদের আজ ভুগিয়েছে। ’

বাংলাদেশ কি আসলেই সেমিতে খেলতে ১২.১ ওভারে রান তাড়া করার কথা মাথায় এনেছিল? শান্ত বলেন, ‘প্রথমত আমরা ম্যাচটা জিততে চেয়েছি। এটা আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল। তবে যখন তাদের প্রথম ইনিংস ১১৫ রানেই আটকে যায়, তখন আমাদের পরিকল্পনা ছিল ১২.১ ওভারে জিততে পারি কি না। এটাই পরিকল্পনা ছিল। আমার মনে হয়, ব্যাটিং গ্রুপ হিসেবে আমরা খুব বাজে সিদ্ধান্ত নিয়েছি।’

আফগানদের কাছে এমন হার কতটা হতাশার? শান্তর সরল স্বীকারোক্তি, ‘অবশ্যই অনেক হতাশার, অনেক কষ্টেরও। এই ম্যাচ খেলতে আসার আগে সবারই পরিকল্পনা ছিল ম্যাচটা আমরা জিতব। ওইরকম পরিস্থিতি যদি হয়, আমরা সুযোগ নেব। যেটা আমাদের পরিকল্পনা ছিল। কিন্তু আমরা সেটা পারিনি। ব্যাটাররা সবাই বাজে বাজে সিদ্ধান্ত নিয়েছি।’

টাইগার অধিনায়ক আরও বলেন, ‘পরিকল্পনা ছিল আমরা প্রথম ছয় ওভার চেষ্টা করব। যদি আমরা ভালো শুরু করি, আরলি উইকেট না পড়ে সুযোগটা নেব। কিন্তু যখন তিনটি উইকেট দ্রুত পড়ে গেলো, তখন আমরা পরিকল্পনা বদলাইে যে কীভাবে ম্যাচটা জিততে পারি। আমাদের মিডলঅর্ডাররা ভালো সিদ্ধান্ত নেয়নি। তাই আমরা ম্যাচটা হেরেছি।’

যেহেতু ১২.১ ওভারে তাড়া করতে পারলে সেমিতে খেলার সুযোগ ছিল। তাওহিদ হৃদয়ের মতো হার্ডহিটার ব্যাটারকে কেন আগে নামানো হয়নি? তাকে খেলানো হয়েছে ছয় নম্বরে।

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে শান্ত বলেন, ‘ব্যাটিং অর্ডার নিয়ে যে আমরা মিক্সআপটা করেছি, সেটার কারণ হলো লেফটহ্যান্ড রাইটহ্যান্ড কম্বিনেশন। লিটন একপাশে ব্যাটিং করছিল আর ওদের বোলিংয়ে অনেক ভ্যারিয়েশন ছিল। এটার কারণে লেফটহ্যান্ড রাইটহ্যান্ড কম্বিনেশন করার চেষ্টা করেছিলাম আমরা। সবাই এটা জানতো। এই কারণেই করা হয়েছে। ’

সবমিলিয়ে পুরো টুর্নামেন্টে তার দল সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই তাদের কাছে ক্ষমা চেয়েছেন শান্ত। তিনি বলেন, ‘পুরো টুর্নামেন্ট হিসেব করলে, প্রথমেই আমি বলতে চাই, আমরা দল হিসেবে পুরো বাংলাদেশের ফ্যানদের লেটডাউন করেছি। যারা আমাদের খেলা ফলো করে বা আমাদের সবসময় সাপোর্ট করেন, তাদের আমরা লেটডাউন করেছি। আমি দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি। আমরা ব্যাটিং গ্রুপ হিসেবে দেশের মানুষকে ভালো কিছু দিতে পারিনি। এটার জন্য আমরা দুঃখিত। আমাদের চেষ্টা থাকবে এটা থেকে কীভাবে বের হয়ে আসতে পারি।’

‘বোলিং ইউনিট দারুণ করেছে। বিশেষ করে আমি রিশাদের কথা বলব, সে পুরো টুর্নামেন্টে দারুণ বোলিং করেছে। তানজিম সাকিবও ভালো করেছে। আমার মনে হয়, বোলাররা সবাই ভালো করেছে। ফিল্ডিংয়েও আমরা ভালো করেছি সব ম্যাচে। ইতিবাচক অনেক কিছুই আছে, যা আমরা নিয়ে এগিয়ে যেতে পারি’-যোগ করেন শান্ত।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com