বাংলা৭১নিউজ, ঢাকা : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব শেষ হতেই দেশে ফিরে গেছেন শহীদ আফিদি। বিপিএলের তৃতীয় পর্ব শুরু হওয়ার আগেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পাকিস্তানে গেছেন রংপুর রাইডার্সের এই তারকা খেলোয়াড়।
ঝোড়ো ব্যাটিংয়ের কারণ ‘বুম বুম আফ্রিদি’ হিসেবে পরিচিতি পেলেও সম্প্রতি ব্যাট হাতে আগের মতো ঝড় তুলতে পারছেন না আফ্রিদি। ব্যাটিংয়ে না পারলেও বোলিং ঘূর্ণিতে এখনো ভক্তদের প্রত্যাশার প্রতিদান দিয়ে যাচ্ছেন পাকিস্তানের প্রাক্তন টি-টোয়েন্টি অধিনায়ক।
তবে দেশে ফিরে গেলেও বিপিএলের চলতি আসর শেষ হওয়ার আগে আবারও ঢাকায় ফিরবেন আফ্রিদি। জানা গেছে নিজের নামে স্টেডিয়াম উদ্বোধন করতেই নাকি পাকিস্তান উড়াল দিয়েছেন সুদর্শন এ তারকা ক্রিকেটার।
বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলেছেন আফ্রিদি। ১১ উইকেট নিয়ে উইকেট শিকারিদের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানি এ অলরাউন্ডার। আফ্রিদির দুরন্ত পারফরম্যান্সে ভর করে চট্টগ্রাম পর্ব শেষে রংপুর রাইডার্স পয়েন্ট তালিকায় সবার শীর্ষে রয়েছে। ব্যক্তিগত কারণে পাকিস্তান চলে যাওয়ায় আফ্রিদিকে ছাড়া তিনটি ম্যাচে মাঠে নামতে হবে নাঈম ইসলামের রংপুর রাইডার্সকে।
বাংলা৭১নিউজ/এম