বুধবার, ২৬ জুন ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ভাই-বোন নিহত ইসলামী ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নতুন ঠিকানায় পূবালী ব্যাংকের ঢাকা স্টেডিয়াম শাখা মেডিক্যাল কলেজে পড়াশোনার মান বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ইকো-ট্যুরিজম সম্প্রসারণে একযোগে কাজ করবে বাংলাদেশ ও মালদ্বীপ সালিশদারকে হত্যার ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন গঙ্গা-তিস্তা নিয়ে ভারত সরকারকে প্রশ্ন করার পরামর্শ মন্ত্রীর পুলিশ কর্মকর্তাদের সম্পদের তদন্ত চলছে: আইজিপি পাকিস্তানে শিশুসহ একই পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা শনিবার ঢাকায় সমাবেশ, ৩ দিনের কর্মসূচি দিল বিএনপি বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে বিস্ফোরণ, কেঁপে উঠল পুরো এলাকা দুই আসামিকে ধরতে খাগড়াছড়িতে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, পথে পথে নানা দুর্ভোগ ঈদের আনন্দ বাড়িয়েছে বিকাশ অ্যাকাউন্টে পাঠানো রেমিটেন্স ঈদুল আজহায় ৩০৯টি সড়ক দুর্ঘটনায় ৪৫৮ জন নিহত বোতলজাত পানির দাম কেন বাড়লো, খবর নিয়ে ব্যবস্থা: বাণিজ্য প্রতিমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান দুদকের কাজে সরকার হস্তক্ষেপ করবে না: কাদের ধনকুবেরের পুত্রের বিয়ে: ২ লাখ টাকার মিনি ড্রেসে নজর কাড়লেন কিয়ারা পাসপোর্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

‘দেশে দখলদারিত্বের রাজনীতি চলছে’

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১৩ বার পড়া হয়েছে

নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের দেশে দখলদারিত্বের রাজনীতি চলছে। এই দখলদারিত্বের মহোৎসব বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর শুরু হয়েছে। আমাদের সমাজ ব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থার কারণে আজ এ অবস্থা তৈরি হয়েছে।

রোববার (২৬ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় নদী সম্মেলন-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

নৌপ্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর সব দেশেই নদীকে ঘিরে সভ্যতা হয়েছে। আমাদের দেশেও হয়েছে। নদীর পাড়ে শিক্ষাপ্রতিষ্ঠান হবে, বড় বড় স্থাপত্য হবে কিন্তু সেটা নদীকে রক্ষা করে করতে হবে। কিন্তু আমাদের দেশে এসব হচ্ছে নদীকে ধ্বংস করে। নদী রক্ষায় আমাদের দুর্বলতা আছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সারা দেশে নদী আন্দোলনকারীদের নদী রক্ষা ও নদী দূষণের কথা শুনে বোঝা যাচ্ছে নদী নিয়ে সংগ্রাম শুরু হয়েছে। ৫৪ বছর আগে শেখ মুজিব বলে গেছেন আমাদের নদীগুলোর নাব্যতা কমে গেছে। প্রধানমন্ত্রীও বলেছেন আমাদের নদীগুলো আমাদের দেহের শিরা উপ-শিরার মতো। তিনি ২১ বছর পর ক্ষমতা গ্রহণ করে নদী রক্ষার কথা বলছেন। এ ধরনের কথা যখন রাষ্ট্রের নির্বাহী প্রধান বলেন তখন কিন্তু শক্তি আসে।

নদী রক্ষা আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নদী রক্ষা কমিশন দখলদারিত্বের তালিকা তৈরি করছে, কাজ শুরু করেছে। আপনারা যে একত্রে আছেন, এটা একদিনে হয়নি। তাই প্রশাসনকে সুযোগ দিতে হবে। নদী রক্ষা কমিশনকে জেলা, উপজেলা পর্যায়ে কমিটি গঠন করতে হবে। তাহলে নদী এলাকায় দখলকারীদের চাপে রাখা যাবে, প্রান্তিক মানুষ সচেতন হবে।

প্রতিমন্ত্রী বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী আমাকে বলেন, তুমি চোখ বন্ধ করে কাজ করে যাও। কে তোমার সামনে দাঁড়ায় সেটা আমার জানার বিষয় না।

‘সরকার কিন্তু নদী রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। হাওর নিয়ে অধিদপ্তর করা হচ্ছে। আমাদের মন্ত্রণালয়ে যে প্রকল্প হয় সেটা অংশীজনের সঙ্গে পরামর্শ করেই করা হয়। আমরা আপনাদের পরামর্শগুলো ক্যাবিনেট সভায় তুলব। আগামী মাসে নৌ সপ্তাহ শুরু হবে। সেখানে নদী রক্ষার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।’

তিনি বলেন, আপনারা নদী দখল-দূষণের কোনো অনিয়ম দেখলেই নদী রক্ষা কমিশনকে অবহিত করুন, আমরা বাস্তবায়ন করব। এই নদী সম্মেলন আমাদের পথ দেখাবে। আমাদের আইনগত কিছু সমস্যা রয়েছে। সরকারও কিছু কিছু বিষয়ে আইনের বেড়াজালে আটকা।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com