বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রাজধানীজুড়ে পুলিশের ৫৫০ টহল টিম, ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৫৬ বরিশালের নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত, কম সিলেটে সোনারগাঁয়ে ছিনতাইয়ের পর দেবরকে আটকে রেখে ভাবিকে গণধর্ষণ ৯ বছর আগে গুম দুই ভাই, তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ঢাকার পরিবহন ব্যবস্থার উন্নয়নে কারিগরি সহায়তা দেবে টিএফএল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত মায়ের কবরেই চিরনিদ্রায় গেলেন অঞ্জন গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদি পালানোর সময় বিমানবন্দরে আ’লীগ নেতা গ্রেফতার দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবিহ পড়ার আহ্বান ৩০ লাখ টাকা ও প্রতিমাসে ভাতা পাবে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার রামপুরায় গাড়িচাপায় মোটরসাইকেলচালক নিহত, রমজান বাসে আগুন ভারত থেকে সাড়ে ১০ হাজার মেট্রিক টন চাল আনল সরকার আবরার হত্যা: আসামিপক্ষে আর লড়বেন না শিশির মনির বনানী রেললাইনের ওপর পড়েছিল ব্যবসায়ীর মরদেহ যোগদান করেই কর্মকর্তাদের যে নির্দেশনা দিলেন সচিব মিজানুর চিকিৎসকরা যেভাবে দাঈ হয়ে উঠবেন, জানালেন আজহারী সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর ৩৫ ব্যাংক হিসাব, লেনদেন ৪ হাজার কোটি অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৭৪৩ ট্রেনে প্রেমিকাকে ধর্ষণ ও হত্যায় যুবকের ফাঁসি

দূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার বাতাসে দূষণ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বুধবারের তুলনায় সামান্য দূষণ কমেছে। তবে বিশ্বের অন্যান্য শহরের তুলনায় এ দূষণ অনেক বেশি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় বায়ুমান রেকর্ড করা হয়েছে ১৯১। বুধবার এই সময়ে বায়ুমান ছিল ২১৭।

এদিন সকালের রেকর্ড অনুযায়ী বিশ্বের ১২৫টি দেশের মধ্যে দূষিত বাতাসের শহর হিসেবে ঢাকার অবস্থান তৃতীয়। শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, বায়ুমান ২২৮। এ ছাড়া শীর্ষ ৫ দূষিত শহরের তালিকায় রয়েছে চীনের সাংহাই (১৯২), নেপালের কাঠমান্ডু (১৮৫) ও সেনেগালের ডাকার (১৮৪) শহর।

বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে দূষণের মাত্রা নির্ধারণ করে বায়ু পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতি বছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।

দীর্ঘদিন ঢাকার বাতাস অতিমাত্রায় দূষিত হওয়ায় বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ ছাড়া সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধও করা হয়েছে।

বাংলাদেশসহ বিশ্বব্যাপী এক অদৃশ্য বিপদবায়ুদূষণ: বাংলাদেশসহ বিশ্বব্যাপী এক অদৃশ্য বিপদ এতে বলা হয়েছে—ইটভাটা, শিল্পকারখানার মালিক এবং সাধারণ মানুষকে কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেওয়া, নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত দুবার পানি ছিটানো এবং পুরোনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করতে বলা হয়েছে।

ঢাকার বায়ুমানের অবনতি থামছে না। গত বছর থেকে এ বছরের নভেম্বরে বায়ুর মান ১০ শতাংশ পর্যন্ত খারাপ হয়েছে। আর ডিসেম্বরে চলতি বছরের মধ্যে সবচেয়ে বেশি দূষিত ছিল ঢাকার বাতাস।

বাংলা৭১নিউজ/একে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com