বাংলা৭১নিউজ,পটুয়াখালী প্রতিনিধি: জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ এমপি’র ঐচ্ছিক তহবিল থেকে ১শ’৪২ জন অসহায় দুস্থ নারী ও পুরুষের মধ্যে ৫ হাজার টাকা করে মোট ৭ লাখ ১০ হাজার টাকার চেক প্রদান করেছেন। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি এ চেক প্রদান করেন। চেক প্রদান অনুষ্ঠানের উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপত্বি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগা ইউপি’র চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউপি’র চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, চীফ হুইপ তনয় ও জেলা আওয়ামী লীগের তথ্য ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রায়হান শাকিব, চীফ হুইপের এপিএস আনিছুর রহমান, কালাইয়া ইউপির চেয়ারম্যান ও যুবলীগের সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ মনির মোল্লা প্রমূখ। একই দিন চীফ হুইপ ১০টি মসজিদ ও ৩টি মন্দিরের উন্নয়নের জন্য ওই তহবিল থেকে ২ লাখ ৪০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়াও চীফ হুইপ আসম ফিরোজ ওই দিন হাইস্কুল রোডস্থ মুক্তিযোদ্ধা অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস