শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল নয়, প্রার্থীর এজেন্টদের প্রশিক্ষণে জাতিসংঘের সহায়তা চায় ইসি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউ শুনানি ১৩ ফেব্রুয়ারি দুর্বার রাজশাহীই থামালো রংপুরের জয়রথ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন, নবীন পুলিশদের আইজিপি ফখরুলের বক্তব্যের কড়া জবাব দিলেন নাহিদ রোজার আগে পণ্যের দাম নিয়ে যে বার্তা দিলেন হাসনাত আবদুল্লাহ বেক্সিমকোর অস্তিত্বহীন ১৬ প্রতিষ্ঠানের নামে ১২ হাজার কোটি টাকা ঋণ লেবানন থেকে সেনা প্রত্যাহারে আরও সময় চায় ইসরাইল টিউলিপকে বাংলাদেশে প্রত্যর্পণে চাপ বাড়ছে টেলিভিশনে বিজ্ঞাপন প্রচারের সময়সীমা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ সাধন চন্দ্রের আয়কর নথি জব্দ, গ্রেপ্তার দেখানোর আবেদন কারখানা চালু করতে সরকারের হস্তক্ষেপ চান বেক্সিমকোর কর্মীরা প্রধান উপদেষ্টার সফর থেকে ভালো কিছু রেজাল্ট পাবো : প্রেস সচিব জাতীয় জীবনে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের তাৎপর্য অপরিসীম : তারেক রহমান চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিলেন এলজিইডি কর্মকর্তা, দেহ ছিন্নভিন্ন ছাত্র আন্দোলন স্মৃতিরক্ষায় ফেনীতে নির্মিত হচ্ছে ‘শহীদ চত্বর’ পাচারের সময় ট্রাকভর্তি নতুন বই জব্দ দ্রুত নির্বাচনের কথা বললে আমার অনেক সমালোচনা হয় : ফখরুল বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক বাউফলে পৃথক দুর্ঘটনায় নিহত ২

দুর্বার রাজশাহীই থামালো রংপুরের জয়রথ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

লড়াইটা ছিল পয়েন্ট টেবিলের ছয় আর একের মাঝে। যদিও ৩১তম ম্যাচে এসে প্রথমবার মুখোমুখি হয় দুদল। আর তাতেই জয়রথে ছোটা রংপুর রাইডার্সের লাগাম টেনে থামিয়ে দিল দুর্বার রাজশাহী। তাসকিন আহমেদদের বিপক্ষে ২৪ রানে হেরে টানা ৮ ম্যাচ পর প্রথম পরাজয়ের স্বাদ পেল নুরুল হাসান ব্রিগেড।

ঢাকার পর সিলেট হয়ে এখন চট্টগ্রাম— সবখানেই চলছিল রংপুরের জয়রথ। বিপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচের সবকটিতে জিতেছে রাইডার্সরা। প্লে অফও নিশ্চিত করে বসেছে। অন্যদিকে শেষ চারের আশা বাঁচানোর লড়াই ছিল টেবিলের ৬ নম্বরে থাকা রাজশাহীর। 

বৃহস্পতিবার ৯ উইকেট হারিয়ে তারা তুলেছে ১৭০ রান। তাতে টানা নবম জয় পেতে তাসকিনদের বিপক্ষে ওভারপ্রতি ৯-এর কাছাকাছি রান তুলতে হবে রাইডার্সদের।

টস হেরে এদিন আগে ব্যাটিংয়ে নামা রাজশাহী অবশ্য ভালো শুরু পায়নি। তাদের ২৪ রানের জুটি ভাঙেন স্পিনার রকিবুল হাসান। এরপর সাব্বির হোসেন ও ইয়াসির আলী রাব্বির সঙ্গে দুটি ভালো জুটি গড়েন নেতৃত্ব হারানো এনামুল হক বিজয়। 

এর মধ্যে সাব্বির ৩টি ছক্কা ও ৪টি চারে মাত্র ১৯ বলে ৩৯ করে আউট হলেও ঝোড়ো ফিফটি তুলে নেন পাঁচে নামা ইয়াসির আলী রাব্বি। সাব্বিরের তাণ্ডব ফুরানোর পর ইয়াসির আলী খেলেন ছয় ছ্ক্কার ইনিংস। ৩২ বলে ৬ ছক্কা ও ২ চারে ইয়াসির করেন দলীয় সর্বোচ্চ ৬০ রান।

আর এ দুজনের সঙ্গে যথাক্রমে ৫২ ও ৭৫ রানের দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়া এনামুল হক করেন ৩১ বলে ৩৪। তবে বাকি সবাই ধুঁকেছেন। ইয়াসির-সাব্বির-এনামুলের ব্যাটেই মূলত ৯ উইকেট হারিয়ে ১৭০ রান জমা করে রাজশাহী।

রংপুরের হয়ে ৩টি করে উইকেট নেন খুশদিল শাহ ও আকিভ জাভেদ। একটি করে শিকার রকিবুল ও নাহিদ রানার। 

এদিকে টানা নবম জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নুরুল হক সোহানের রংপুর রাইডার্স। তাসকিন-মেহরব-বার্লদের বোলিংয়ের সামনে নিয়মিত উইকেট হারিয়ে দলটি শেষ পর্যন্ত গুটিয়ে যায় ১৪৬ রানে।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান আসে সাইফ হাসানের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক সোহান করেন ২৬ বলে ৪১ রান। তবে তাতে কেবল পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে রংপুর। 

রাজশাহীর হয়ে এদিন তাসকিন ও মেহরব শুরুটা করে দিলেও শেষটা করেন রায়ান বার্ল। ব্যাট হাতে এদিন শুন্যতে ফিরলেও বল হাতে মাত্র ২২ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। তাতেই মূলত ৪ বল বাকি থাকতেই গুটিয়ে গেছে প্রতাপশালী রংপুর। 

অন্যদিকে ২৪ রানে জিতে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে উঠে বসল এনামুল-তাসকিনের দল।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com