দুর্গাপুর পৌরসভার উদ্যোগে ৮১ লক্ষ ৯৪ হাজার টাকা ব্যায়ে ৪টি রাস্তার উন্নয়ন, ড্রেন ও পাবলিক টয়লেট নির্মাণের কাজ শুরু হয়েছে।
শনিবার সকালে আনুষ্ঠানিক ভাবে এসব কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পৌর মেয়র মোঃ আলা উদ্দিন। এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ সচিবসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পৌর সচিব মোঃ তৌহিদুল ইসলাম জানান, ২৫ লক্ষ ৮০ হাজার টাকা ব্যায়ে ৯ নং ওয়ার্ডের কুল্লাগড়া আশ্রম থেকে আলম ব্যাপারীর মোড় পর্যন্ত ৭ শত মিটার, ২১ লক্ষ ৩ হাজার টাকা ব্যায়ে ৭ নং ওয়ার্ডের বিরিশিরি কালচারাল একাডেমীর পাশ থেকে সাকায়েত খাল পর্যন্ত ৭ শত মিটার, ১৬ লক্ষ ১৭ হাজার টাকা ব্যায়ে ৩ নং ওয়ার্ডের তেরী বাজারস্থ কাউছারের দোকানের পাশ থেকে নিতাই সাহার বাসা পর্যন্ত ১ শত মিটার এবং ৪ লক্ষ ৪৫ হাজার টাকা ব্যায়ে আলাউদ্দিন চেয়ারম্যানের গলির ৫৬ মিটার আর সি সি রাস্তার উন্নয়ন কাজ, ৭ লক্ষ ১৪ হাজার টাকা ব্যায়ে ৩ নং ওয়ার্ডের ফল মহালে পাবলিক টয়লেট নির্মাণ এবং ৭ লক্ষ ৩৫ হাজার টাকা ব্যায়ে ৩ নং ওয়ার্ডের জয়নাল জোবেদা স্কুলের পাশ থেকে মিন্টু মিয়ার বাড়ী পর্যন্ত ৪০ মিটার আর সি সি ড্রেন নির্মাণ করা হবে।
বাংলা৭১নিউজ/জিকে