নাজিম উদ্দিন, পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে ফোরকান মোল্লা (৩০) নামের এক প্লাষ্টিকের চট ব্যবসায়িকে গলাকেটে হত্যা করেছে দুবৃত্তরা। উপজেলার পশ্চিম আংগারিয়ায় নির্মাণাধীন উষা-এগ্রো এন্ড ব্রিকস্ ফিল্ডের বালুর মাঠে গলাকেটে হত্যার পর লাশ ফেলে চলে যায়।
আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা গলাকাটা লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম আঙ্গারিয়া গ্রামের আবদুল বারেক মোল্লার ছোট ছেলে চট ব্যবসায়ি ফোরকান মোল্লা (৩০) কে অজ্ঞাত দুবৃত্তরা নির্মাণাধীন উষা-এগ্রো এন্ড ব্রিকস্ ফিল্ডের বালুর মাঠে গলাকেটে হত্যার পর লাশ ফেলে যায়।
পরের দিন ভোরবেলা পথচারীরা লাশ দেখে পুলিশকে খবর দেয়। দুমকি থানার অফিসার ইনচার্জ দিবাকর চন্দ্র দাস ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। খবর পেয়ে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, ডিবি ওসি মো: জাকির হোসেন ঘটনা স্থল পরিদর্শণ করেছেন। হত্যাকান্ডের প্রকৃত কারন জানা যায়নি।
ব্যবসা কালীন সময় বাজারের পার্শ্বস্থ শেফালী বেগমের সাথে তার পরকিয়া সম্পর্ক ছিল এবং তার সকল অর্থ ভোগ করত। ফোরকান মোল্লার স্ত্রী সাথী আক্তার তার নয় মাসের সন্তান সহ দীর্ঘ দিন ধরে বাপের বাড়ীতে বসবাস করছে। তার স্ত্রীকে পরকিয়া প্রেমের কারনে ভরন পোষন না দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
লাশের সুরৎহাল প্রস্তুতকারী এসআই হুমায়ুন জানান, দুবৃত্তরা পরিকল্পিত ভাবে হত্যাকান্ডটি ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ব্যপারে দুমকি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস