দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং উত্তম চর্চার বিকাশের উদ্দেশ্য নিয়ে স্বাধীন দুর্নীতি দমন কমিশনের (দুদক) যাত্রা শুরু হয়েছিল ২০০৪ সালের ২১ নভেম্বর।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুদকের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার না থাকায় অনেকটা সাদামাটা ও ঘরোয়াভাবেই দিনটি উদযাপন করছে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা।
গত ২৯ অক্টোবর দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ পদত্যাগ করেন। তার সঙ্গে দুদকের দুই কমিশনার আছিয়া খাতুন ও জহিরুল হকও পদত্যাগ করেছেন।
২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুদক সচিব খোরশেদা ইয়াসমীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক বিষয়ে জানতে চাইলে দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, একটু ভিন্ন প্রেক্ষাপটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি আমরা। যেহেতু কমিশন নেই, তাই এবারের আয়োজন তুলনামূলক ছোট পরিসরে। দিনের প্রথম ভাগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। যেখানে জেলা ও বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও অনলাইনে যুক্ত থাকবেন। আমরা সবাই অভিজ্ঞতা ও পরামর্শ নিজেদের মধ্যে বিনিময় করব।
তিনি বলেন, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য হলো- তারণ্যের একতাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। বিচারপতি সুলতান হোসেন খানের নেতৃত্বে প্রথম কমিশনের যাত্রা শুরু হয়েছিল ২০০৪ সালে। এরপর যথাক্রমে সাবেক সেনাপ্রধান হাসান মশহুদ চৌধুরী, গোলাম রহমান, মো. বদিউজ্জামান, ইকবাল মাহমুদ ও এরপর মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ’র নেতৃত্বে কমিশন দায়িত্ব পালন করেছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ