বিভিন্ন মামলায় এজাহারভুক্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তারকৃতদের মধ্যে রাজউক কর্মকর্তা, ব্যাংকার, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, ব্যবসায়ী রয়েছেন।
আজ মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ, কুমিল্লা ও টাঙ্গাইলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের প্রধান কার্যালয় সূত্র জানিয়েছে। এদের বিরুদ্ধে অর্থপাচার, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, প্রতারণা, জালিয়াতি, অর্থ আত্মসাতসহ নানা অভিযোগে মামলা রয়েছে।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তাঁরা হলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক তদারককারী ছফির উদ্দিন আকন্দ, যশোর হাউজিং এস্টেটের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. মোক্তার আলী, রুপালী ব্যাংক ময়মনসিংহের ফুলবাড়িয়া শাখার সাবেক কর্মকর্তা মো. মোর্শেদ আলম, ময়মনসিংহের ফুলপুরের রামভদ্রপুর ইউপির চেয়ারম্যান মো. রোকনুজ্জামান, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, ময়মনসিংহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক সহকারী প্রকৌশলী মো. মঈদুল ইসলাম ও জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট হোসনে আরা, জামালপুরের ছনকান্দা শাখা গ্রামীণ ব্যাংকের সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক আব্দুল ওহাব, ব্যবসায়িক প্রতিষ্ঠান হান্ডি ইন্টারন্যাশনালের মালিক খালেদ সাইফুল, সিজিএ সমবায় ঋণদান সমিতির কোষাধ্যক্ষ আব্দুল কাদের, অগ্রণী কমার্স অ্যান্ড ফাইন্যান্স মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির সহসভাপতি এমএ সাত্তার, ওরিয়ন এয়ার সার্ভিসের শাকিল আহমেদ, চট্টগ্রামের ব্যবসায়ী নাইমুল ইসলাম ও কুমিল্লার হোমনার মনিরুল হক।