বাংলা৭১নিউজ,(বেনাপোল)প্রতিনিধি: বেনাপোলের কাস্টমস কমিশনার বেলাল চৌধুরিকে বিভ্রান্তিকর অভিযোগের ভিত্তিতে দুদক হয়রানি করছে। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক সাংবাদিক সন্মেলনে এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি আলহাজ নুরুজ্জামান। লিখিত বক্তব্যে বলা হয়, কাস্টমস কমিশনারকে হয়রানির কারণে বেনাপোল বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে বেনাপোল বন্দর ব্যবহারকারীরা হয়রানির শিকার হচ্ছেন। এসব হয়রানি কারণে বেনাপোল স্থল বন্দর ইতোমধ্যে ৮০০ কোটি টাকা রাজস্ব ঘাটতিতে পড়েছে। বন্দরের রাজস্ব আদায়ের গতি অব্যাহত রাখতে কাস্টমস কমিশনারের অহেতুক হয়রানি বন্ধে সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন সিএন্ডএফ নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিলন, জামাল হোসেন, সাবেক সভাপতি শামছুর রহমান, কাস্টমস বিষয়ক সম্পাদক নাসির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। ভারতের সাথে বাণিজ্যে বেনাপোল বন্দরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর ৩০ হাজার কোটি টাকার আমদানি-রপ্তানি বাণিজ্য হয় এই বন্দর দিয়ে। সরকার এ বন্দর থেকে প্রতি বছর সাড়ে ৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করে থাকে।
বাংলা৭১নিউজ/আর এস