নিহত তিনজন হলেন- সিকদারপাড়ার নূর নবীর স্ত্রী ডেইজি আক্তার (২৮) এবং তার দুই মেয়ে ইভা আক্তার (৬) ও ইসরাত নূর (১০ মাস)।
চমেক পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, রাত ২টার দিকে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, “ডেইজি আক্তার বাড়িতে দুই মেয়েকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষ পান করেন। পারিবারিক অশান্তির জেরে তিনি ওই ঘটনা ঘটিয়েছেন বলে স্বজনদের ভাষ্য।
রাঙ্গুনিয়ার ওসি ইমিতিয়াজ বলেন, “আমরা যেটা জেনেছি, ওই নারী তার দুই মেয়েকে নিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
বাংলা৭১নিউজ/এস.এম