রবিবার, ১৯ মে ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

ফিরে এসেছে সাংবাদিক উৎপল দাস

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ২২৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: নিখোঁজ হওয়ার দুই মাস ১০ দিন পর খোঁজ মিলেছে সাংবাদিক উৎপল দাসের। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে তাকে পাওয়া যায়। উৎপলের পরিবার ও বন্ধুরা বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুলতা ফাঁড়ির ইনচার্জ শহীদুল আলম বলেন, ‘সাংবাদিক উৎপল দাস আমাদের এখানে আছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় আধুরিয়া গ্রামের শাহজালাল পেট্রল পাম্পের সামনে কে বা কারা তাকে নামিয়ে দিয়ে যায়।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) মোস্তাফিজুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা তার সঙ্গে আলাপ করছি।’

মঙ্গলবার রাতে উৎপলের বোন বিনীতা রানী দাস বলেন, ‘মঙ্গলবার রাত ১২টার দিকে ওর (উৎপল) সঙ্গে মায়ের কথা হয়েছে। ও বলছে বাড়িতে আসছে।’

উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস বলেন, ‘উৎপলের সঙ্গে ওর মায়ের কথা হয়েছে। বলেছে মা আমি বাড়িতে আসছি। রুপগঞ্জে আছি, গাড়ি পাচ্ছি না। সে এতদিন কোথায় ছিল বা কে ধরেছিল এসব আমরা জানি না। আমরা ছেলেকে ফিরে পেয়েছি। এই আমাদের বড় পাওয়া।’

উৎপলের বন্ধু সমকালের সাংবাদিক রাজীব আহমেদও বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উৎপল‌কে পাওয়া গে‌ছে। আমার স‌ঙ্গে কথা হ‌য়ে‌ছে। সে এখন বা‌ড়ির প‌থে। কেউ তাকে সেখানে রেখে গিয়েছিল।

এর আগে উৎপলের সহকর্মী-বন্ধুরা তার ভাইবার সচল হওয়ার নোটিফিকেশন পান মোবাইল ফোনে। এরপর বেশ কয়েকজন সহকর্মী-বন্ধুর সঙ্গেও উৎপলের কথাও হয় জানিয়েছেন কয়েকজন সাংবাদিক।

সাংবাদিক পাভেল হায়দার চৌধুরী বলেন, ‘আমার সঙ্গেও কথা হয়েছে। উৎপল বললো ভালো আছি। খুব স্বাভাবিক মনে হলো। আমাকে বললো বাড়ি যাচ্ছি, ফিরে এসে বিস্তারিত কথা হবে।’

উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাজধানী থেকে নিখোঁজ হয়েছিলেন সাংবাদিক উৎপল দাস। উৎপল ঢাকার ফকিরাপুল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরার রাধানগরে।

নিখোঁজের ঘটনায় গত ২২ ও ২৩ অক্টোবর মতিঝিল থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি করা হয় তার পরিবার ও প্রতিষ্ঠানের পক্ষে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com