রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাদারীপুরে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ লাদাখের অংশ নিয়ে ২ নতুন কাউন্টি ঘোষণা চীনের, প্রতিবাদেই সীমাবদ্ধ ভারত জুবায়েরপন্থিদের বিক্ষোভের ডাক, ২৫ জানুয়ারি সম্মেলনের ঘোষণা হাসপাতালে প্রবীর মিত্র, অবস্থা গুরুতর হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের প্রতিক্রিয়া পায়নি ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা ৮টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি মস্কোর গণঅধিকারের ফারুক হাসানের ওপর হামলা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে বনানীতে চিরনিদ্রা গেলেন অভিনেত্রী অঞ্জনা মাদারীপুরে সেরা ১২ পুত্রবধূকে সম্মাননা তৈরি পোশাক রপ্তানির ছয় মাসে প্রবৃদ্ধি ১৩.২৮ শতাংশ সাদপন্থিদের ইজতেমা করার অধিকার নেই : মামুনুল হক কাশ্মিরে ভারতীয় তিন সেনা নিহত চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসব শুরু পুনরায় চালুর অপেক্ষায় সেতাবগঞ্জ চিনিকল, খুশি স্থানীয়রা ‘পুলিশ যেন জনগণের আস্থাভাজন হতে পারে, সে চেষ্টা অব্যাহত রয়েছে’ তারেক রহমানের ৪ মামলা বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল দেশব্যাপী অভিযানে ৬০ হাজার কেজি পলিথিন জব্দ বিয়ে করেছেন তাহসান টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দম্পতি নিহত আগামী নির্বাচন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির নির্বাচন : জোনায়েদ সাকি

ফিরে এসেছে সাংবাদিক উৎপল দাস

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ২৩২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: নিখোঁজ হওয়ার দুই মাস ১০ দিন পর খোঁজ মিলেছে সাংবাদিক উৎপল দাসের। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে তাকে পাওয়া যায়। উৎপলের পরিবার ও বন্ধুরা বিষয়টি নিশ্চিত করেছেন।

ভুলতা ফাঁড়ির ইনচার্জ শহীদুল আলম বলেন, ‘সাংবাদিক উৎপল দাস আমাদের এখানে আছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় আধুরিয়া গ্রামের শাহজালাল পেট্রল পাম্পের সামনে কে বা কারা তাকে নামিয়ে দিয়ে যায়।’

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) মোস্তাফিজুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা তার সঙ্গে আলাপ করছি।’

মঙ্গলবার রাতে উৎপলের বোন বিনীতা রানী দাস বলেন, ‘মঙ্গলবার রাত ১২টার দিকে ওর (উৎপল) সঙ্গে মায়ের কথা হয়েছে। ও বলছে বাড়িতে আসছে।’

উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস বলেন, ‘উৎপলের সঙ্গে ওর মায়ের কথা হয়েছে। বলেছে মা আমি বাড়িতে আসছি। রুপগঞ্জে আছি, গাড়ি পাচ্ছি না। সে এতদিন কোথায় ছিল বা কে ধরেছিল এসব আমরা জানি না। আমরা ছেলেকে ফিরে পেয়েছি। এই আমাদের বড় পাওয়া।’

উৎপলের বন্ধু সমকালের সাংবাদিক রাজীব আহমেদও বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উৎপল‌কে পাওয়া গে‌ছে। আমার স‌ঙ্গে কথা হ‌য়ে‌ছে। সে এখন বা‌ড়ির প‌থে। কেউ তাকে সেখানে রেখে গিয়েছিল।

এর আগে উৎপলের সহকর্মী-বন্ধুরা তার ভাইবার সচল হওয়ার নোটিফিকেশন পান মোবাইল ফোনে। এরপর বেশ কয়েকজন সহকর্মী-বন্ধুর সঙ্গেও উৎপলের কথাও হয় জানিয়েছেন কয়েকজন সাংবাদিক।

সাংবাদিক পাভেল হায়দার চৌধুরী বলেন, ‘আমার সঙ্গেও কথা হয়েছে। উৎপল বললো ভালো আছি। খুব স্বাভাবিক মনে হলো। আমাকে বললো বাড়ি যাচ্ছি, ফিরে এসে বিস্তারিত কথা হবে।’

উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাজধানী থেকে নিখোঁজ হয়েছিলেন সাংবাদিক উৎপল দাস। উৎপল ঢাকার ফকিরাপুল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরার রাধানগরে।

নিখোঁজের ঘটনায় গত ২২ ও ২৩ অক্টোবর মতিঝিল থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি করা হয় তার পরিবার ও প্রতিষ্ঠানের পক্ষে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com