দীর্ঘ প্রায় দুই বছর পর পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) থেকে করোনার দুই ডোজ টিকা নেওয়া লোকেরা দেশটিতে ঢুকতে পারবেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনার কারণে ২০২০ সালের মার্চ মাস থেকে বিদেশি পর্যটকদের জন্য বন্ধ ছিল অস্ট্রেলিয়ার সীমান্ত। সেই বিধিনিষেধ আজ থেকে আর থাকছে না। এদিকে, আন্তর্জাতিক সীমান্ত খোলার প্রথম দিনই দেশটিতে ফ্লাইটের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।
সীমান্ত খুলে দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। দ্বীপরাজ্য তাসমানিয়ায় সাংবাদিকদের তিনি বলেন, ‘আজ খুবই উত্তেজনাপূর্ণ দিন। দিনটির জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। মহামারির শুরুতে যেদিন আমি আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দিয়েছিলাম, সেদিন থেকেই।’
বাংলা৭১নিউজ/এসএফ