সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচক ও লেনদেন বেড়েছে দুই পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১ দশমিক সাত ছয় পয়েন্ট। পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৫ দশমিক সাত নয় পয়েন্ট।
বুধবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক অবস্থান করছে চার হাজার তিনশ উনষাট পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ৪৩৪ কোটি ২ লাখ টাকার যা আগের কার্যদিবসের তুলনায় ৯৪ কোটি ৬ লাখ টাকা কম। এছাড়া হাতবদল হওয়া ৩১৭ টি প্রতিষ্ঠানের মধ্যে বেশির ভাগ ছিল দর হারানোর তালিকায়।
১৭৮ টির দর কমেছে। বেড়েছে ১০৪ টির দর। এছাড়া অপরিবর্তিত রয়েছে ৩৫ টির দর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ২৮ কোটি ৪৫ লাখ টাকার, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় সাত কোটি টাকা বেশি।