বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির দায়ে নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর বাজারের দুই দোকানে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্টেট ও ইউএনও রেজা হাসান।
ইউএনও রেজা হাসান জানান, সোমবার উপজেলার মোমিনপুর বাজারে ভেজাল খাদ্য দ্রব্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির দায়ে সুজন ঘোষের মিষ্টির দোকানে ২ হাজার টাকা ও শামীমের খাবার হোটেলে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ওই দুই দোকান মালিক জরিমানার টাকা পরিশোধ করে।
বাংলা৭১নিউজ/জেএস