কিশোরগঞ্জের তাড়াইল বাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বাজারের ৩০টি দোকান ভস্মীভূত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত পৌনে দশটার দিকে এ অগ্নিকাণ্ড হয়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মোবারক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাত পৌনে ১০টার দিকে খবর পেয়ে কিশোরগঞ্জের একটি, তাড়াইলের দুটি, করিমগঞ্জের একটি ও নান্দাইলের একটি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, আগুনে বাজারের ৩০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএম