শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ওয়ারীতে বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি পার্লামেন্টের নারী স্পিকারদের সামিট এক অনবদ্য প্ল্যাটফর্ম টেক্সাসে ভারী বৃষ্টি-ঝড়, নিহত ৭ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের দুই ম্যাচ আগেই কিংসকে ‘উপহার’ বাফুফের বৃষ্টিতে ফরিদপুরের পাটচাষিদের ৫০ কোটি টাকা সাশ্রয় হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া, আশঙ্কা জেলেনস্কির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে মেয়র তাপসের বক্তব্যের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে সাঈদ খোকন সকালের বৃষ্টিতে কিছুটা স্বস্তি রাজধানীবাসীর কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে নেটপাড়ায় হাসির রোল টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ গেলো ২ ভাইয়ের ভারতে চলন্ত বাসে আগুন, ৮ জনের প্রাণহানি বাংলাদেশের তরুণীকে ভারতে নিয়ে পতিতাবৃত্তি, আজ আদালতের রায় ইভিএম ব্যবহারে ব্যাপক প্রচারের নির্দেশ ইসির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০ হজযাত্রীদের হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ছাড়

দুই কারণে বেড়েছে সিজার ডেলিভারি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭
  • ৮১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: গর্ভবতী মায়েদের আগ্রহ এবং ডাক্তারদের সময়ের অভাব-এ দুই কারণেই দেশে সিজার ডেলিভারির সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। একইসঙ্গে প্রাইভেট সেক্টরে ৫০ ভাগের বেশি সিজার ডেলিভারি হয়ে থাকে বলে জানিয়েছেন তিনি।

সোমবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৭ উদযাপন উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘সিজার করাটার দুই রকম বিষয় আছে। একটা হলো মায়েরাও সিজার চায়। অনেক সময় অনেক যুবতি মায়েরা লেবার পেইনটা সহ্য করতে চায় না। তারা তাড়াতাড়ি রিলিজ পেতে চায়। যে কারণে এ সিজার। আরেকটি বিষয় হলো, ডেলিভারিটা আমাদের দেশে বেশিরভাগ ডাক্তার দ্বারা হচ্ছে। ডাক্তারদের কিছুটা সময়ের অভাবও থাকে। তারাও একটু তাড়াহুড়ার মধ্যে থাকেন। যার ফলে তারা আর ওইসময় দিতে চায় না ডেলিভারির জন্য। তাড়াতাড়ি করার কারণে হয়তোবা সিজারটা বেড়ে যায়।’

প্রতিমন্ত্রী বলেন, ‘ডব্লিউএইচও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) এর তথ্য অনুযায়ী বা নিয়ম অনুযায়ী ১৫ ভাগের বেশি সিজার হওয়ার কথা না। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতালগুলোতে ২০ থেকে ২৫ ভাগের বেশি সিজার হয় না। অনেকক্ষেত্রে তার থেকে কম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতালগুলোতে জটিল কেইসগুলোই আসে। সে কারণেই সিজার হয়ত একটু বেশি হচ্ছে। সেটা তাও বেশি না বলে আমি মনে করি। ২০ বা ২৫ বেশি না। কিন্তু প্রাইভেট সেক্টরে ৫০ ভাগের বেশি সিজার হয়ে থাকে। এ তথ্য আমাদের কাছে আছে।’

সিজার ডেলিভারির ক্ষেত্রে ডাক্তারদের বাণিজ্যিক বিষয় থাকে-এটা সবসময় সঠিক নয় বলেও দাবি করেন প্রতিমন্ত্রী। বলেন, ‘অনেক সময় জটিল একটা অবস্থার তৈরি হতে পারে। যেখানে মা বা শিশুর মৃত্যু হতে পারে। তখন সিজার প্রয়োজন হয়ে যায়। এ কারণে সবক্ষেত্রেই যে বাণিজ্যিক বিষয় রয়েছে তা সঠিক নয়।’

জাহিদ মালেক বলেন, ‘আমাদেরও প্রচেষ্টা আছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন নির্দেশনা আছে, ট্রেইনিং প্রোগ্রাম আছে, যার মাধ্যমে আমরা সিজার কমিয়ে আনতে চাচ্ছি। কারণ সিজার হলে মায়েদের পরবর্তীকালে শারীরিক কিছু দুর্বলতা রয়ে যায়। আমরা আশা করব, পর্যায়ক্রমে জনসচেতনতার মাধ্যমে এবং মায়েদের সচেতনতার মাধ্যমে সিজার কমে আসবে।’

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com