মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ডিজিটাল মাধ্যমে বিদেশে অর্থপাচার রোধে প্রশিক্ষণের বিকল্প নেই বৃক্ষ সংরক্ষণ ও সম্প্রসারণ বিষয়ক গবেষণা বৃদ্ধি করা হবে বিকাশ অ্যাপে খোলা যাচ্ছে সেভিংস এলজিইডি’র সেই প্রকৌশলীর স্ত্রীরও ৬ কোটি টাকার অবৈধ সম্পদ! ব্যাটারিচালিত রিকশা কোথায় কীভাবে চলবে নির্দেশনার পর ব্যবস্থা ডিএমপি ভারত থেকে রেলের ২০০ বগি কিনছে বাংলাদেশ, চুক্তি সই মেয়রের সামনে কাউন্সিলর রতনকে জুতাপেটা করলেন কাউন্সিলর চামেলী বাজেট অধিবেশন শুরু ৫ জুন দেশের অর্থনীতি শূন্যে, ক্র্যাশল্যান্ডিং হতে পারে বাজার ম‌নিট‌রিং জোরা‌লো করতে প্রধানমন্ত্রীর নি‌র্দেশ রাইসির মৃত্যুতে রাষ্ট্রপতির শোক মেয়েকে ঘুমে রেখে ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুললেন মা প্রধানমন্ত্রী ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ডার্ড তৈরি করতে বলেছেন বঙ্গবন্ধু শান্তি পুরস্কার দেবে বাংলাদেশ, নীতিমালা অনুমোদন ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শেখ হাসিনার শোক ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বিশ্বনেতাদের শোক কুমিল্লায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রেসিডেন্ট রাইসি নিহত, ইরানে পাঁচদিনের শোক ঘোষণা প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

দীপ্ত টিভির পরিচালকসহ তিনজন কারাগারে

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপলোড সময় সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৩৩ বার পড়া হয়েছে

বেসরকারি টেলিভিশন দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকসহ চারজনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলায় তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রামের বিভাগীয় সাইবার ট্রাইবুন্যালের বিচারক জহিরুল কবির এই আদেশ দিয়েছেন। শুরুতে চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হলেও বিকেলে অসুস্থার কারণ বিবেচনায় ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসানের জামিন মঞ্জুর করেন আদালত। বাকি তিনজনকে কারাগারে পাঠানো হয়।

কারাগারে যাওয়া তিনজন হলেন দীপ্ত টেলিভিশনের পরিচালক কাজী জাহিন হাসান, চিফ অপারেটিং অফিসার কাজী উরফি আহমেদ ও কাজী রাবেত হাসান প্রকাশ কাজী জিসান।

তিনজন কারাগারে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাইবার ট্রাইবুন্যালের পাবলিক প্রসিকিউটর মেজবাহ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে চকবাজার ও চান্দগাঁও থানায় তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় আসামিরা আত্মসর্পণ করে জামিন আবেদন করেন। শুনানির পর আদালত চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে পরে এক আসামির অসুস্থতার তথ্য উল্লেখ করে আদালতে আবেদন করা হলে আদালত সেটি মঞ্জুর করেন। বাকি তিন আসামিকে কারাগারে পাঠানো হয়। কারাগারে যাওয়া আসামিদের জামিন চেয়ে আদালতে আবেদন জমা দিয়েছেন আসামিপক্ষের আইনজীবী। মঙ্গলবার জামিন শুনানি হতে পারে।

আদালত থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চট্টগ্রামের চন্দনাইশ থানার দোহাজারী কাজী ফার্মস লিমিটেডের কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছিল ২০১৬ সালে। সেই ঘটনায় তৎকালীন প্রবাসী কল্যাণ মন্ত্রী নূরুল ইসলাম বিএসসির মালিনাকাধীন প্রতিষ্ঠান সানোয়ারা গ্রুপের পোল্ট্রি, হ্যাচারি ও মন্ত্রীপুত্র মজিবুর রহমানকে নিয়ে মানহানিকর সংবাদ পরিবেশন করে দীপ্ত টেলিভিশন। এই অভিযোগে নগরীর দুই থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় তিনটি মামলা হয়। এসব মামলায় তিনজনকে কারাগারে পাঠালেন আদালত।

বাংলা৭১নিউজ/এমকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com