বাংলা৭১নিউজ,(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে দুই যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের কাঁচাসড়কের পাশে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ওই উপজেলার দেবীপুর গ্রামের রাজেন্দ্রনাথ রায়ের ছেলে বিপ্লব চন্দ্র রায় (২৫) ও মদনপুর এলাকার আজাহার আলীর ছেলে হানিফুর রহমান (২৮)।
বীরগঞ্জ থানার ওসি শাকিলা পারভীন জানান, উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের কাঁচাসড়কের পাশে দুই যুবকের গলাকাটা মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
ওই দুই যুবককে কে বা কারা হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তবে ধারণা করা হচ্ছে, তাদের অন্য কোথাও হত্যা করে মৃতদেহ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান ওসি।
বাংলা৭১নিউজ/এমএম