বাংলা৭১নিউজ,ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নতুন অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা।
বাজেটে যেসব পণ্যের দাম কমছে: হাইব্রিড গাড়ি, মোটরসাইকেল, গ্রিজ, অগ্নিনির্বাপক যন্ত্র, সিমেন্ট শিল্পের কাঁচামাল, আমদানি কয়লা, এলইডি বাল্ব, ফ্লাই অ্যাশ, ফাইবার গ্লাস, কৃষি যন্ত্রপাতি, পিভিসি শিট, এলপিজি সিলিন্ডার, পেট্রোলিয়াম জেলি, বাদাম, ভিডিও কনফারেন্স ডিভাইস, স্যানিটারি ন্যাপকিন।
দেশের ৪৬ তম আর নিজের ১০ম বাজেট পেশ করতে কালো ব্রিফকেস হাতে বিকেল সাড়ে তিনটায় সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এরপর বিকেল ৩টা ২৮ মিনিটে স্পিকারের অনুমতি পেয়ে বাজেট বক্তৃতা শুরু করেন। টানা তিন ঘণ্টার বক্তব্যে অর্থনীতিকে শক্তিশালী করতে নানা কর্মকৌশলের বর্ণনা তুলে ধরেন অর্থমন্ত্রী।
বাংলা৭১নিউজ/এসএইস