বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কোনাবাড়িতে ৩ বাড়ির ৫৭ কক্ষে আগুন সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার: আসিফ মাহমুদ জাহাজে সাত খুন: বাগেরহাট থেকে ইরফান গ্রেফতার মোজাম্বিকে তিন শতাধিক বাংলাদেশির দোকান লুটপাট শুভ বড়দিন আজ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫ চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় মামলা প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেটা নিজের মধ্যে স্থাপন করতে হবে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বেশ গভীর জেলখানায় হত্যা: শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল কর্ণফুলীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোঁজ টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবার সিলেট সীমান্তে সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ দেশের স্বাধীনতা, দেশের স্বার্থ কারো কাছে বিক্রি করবো না: জামায়াত আমির ডিএমপিতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫২৯ মামলা রোহিঙ্গা ক্যাম্পে আগুনে কয়েকশ’ ঘর ভস্মীভূত, নিহত ২ গ্রিনল্যান্ড কিনতে চান ট্রাম্প, ক্ষেপল ডেনমার্ক! নারায়ণগঞ্জে নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দশমিনায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ১৩

পটুয়াখালী প্রতিনিধি:
  • আপলোড সময় শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ও পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পুজাখলা এলাকায় ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল ১১টার দিকে উপজেলা সদরের নলখোলা বন্দর থেকে একটি মিছিল বের করে বিএনপি। মিছিলটি পূজাঁখোলা পৌঁছলে সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরী হয়। এসময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাঁধা দিলে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।

এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এসময় পুলিশকে লক্ষ্য করে তারা ইট নিক্ষেপ করতে শুরু করে। এতে দশমিনা থানা পুলিশের কনষ্টেবল জাকির (৪৫), সিফাত (৩৫) ও নাজমুল (৩২) আহত হন। এছাড়া বিএনপির তাতী দলের ইব্রাহিম, স্বেচ্ছাসেবক দলের সায়াদ রনি, আবদুর রহিম, আক্কাস, আবু তাহের, সুজন ও শান্তসহ অন্তত ১০ জন আহত হন।   

দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহআলম শানু বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করতে শহরের খানকার মাঠ এলাকা থেকে মিছিল বের করা হয়। মিছিলটি দশমিনা আদালতের সামনে পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয়। পরে কোনো ঝামেলা ছাড়াই বাধা অতিক্রম করে মিছিলটি সামনে এগিয়ে যায়। পুজাখলা এলাকায় পৌঁছালে পেছন থেকে এসে হামলা চালায় পুলিশ। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। 

গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোরশেদ তোহা জানান, কর্মসূচি শেষে বিএনপির তিন শতাধিক নেতাকর্মী পুজাখলা এলাকায় জড়ো হয় রাস্তা বন্ধ করে দেয়। এতে বাউফল উপজেলার সঙ্গে সড়ক পথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় বিএনপি নেতাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। ক্ষিপ্ত হয়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এঘটনায় বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।  

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com