এ যেন পুকুর চুরি। দশ লিটার ডিসপেন্সিং ইউনিটে তেল কম দেওয়া হতো ৯৫০ মিলিলিটার থেকে ১৩০০ মিলিলিটার পর্যন্ত।
এ চিত্র খোদ রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে। সেখানে করিম অ্যান্ড সন্স পাম্পে এ অবস্থা দেখতে পায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ওই পাম্পে অভিযান চালানো হয়। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য।
অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে প্রতি ১০ লিটারে যথাক্রমে ১.৩০, ১.৩০ ও ৯৫০ মিলিলিটার কম প্রদান করায় ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তী সময়ে করিম অ্যান্ড সন্স-এর ডিসপেন্সিং ইউনিট সিলগালা করা হয়।
মোবাইল কোর্ট বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে পরিচালিত হয়।
বাংলা৭১নিউজ/এসএআর