দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন ক্যাপের বিফোর্ট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (২০ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে।
প্রবাসী বাংলাদেশিরা জানান, নিহত জাফর আহমেদের বাড়ি নোয়াখালী। আমিনুলও একই জেলার। শহরে দোকানের মালামাল কিনে ব্যবসা প্রতিষ্ঠানে ফেরার পথে হাইওয়েতে মালভর্তি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে এই দুই রেমিট্যান্স সৈনিকের মর্মান্তিক মৃত্যু হয়।
জাফর আহমেদের পাইকারি দোকানে গত দুই মাস আগে চাকরিতে গিয়েছিলেন একই জেলার আমিনুল ইসলাম। জাফর আহমেদ ও আমিনুলসহ চলতি মাসে সড়ক দুর্ঘটনায় তিনজন এবং অসুস্থ হয়ে আরও দুইজন রেমিট্যান্সযোদ্ধার মৃত্যু হলো দক্ষিণ আফ্রিকায়।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি কমিউনিটির নেতাকর্মীরা নিহতদের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ