রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

দ. আফ্রিকার বিপক্ষে টাইগারদের ইনিংস পরাজয়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ৮ অক্টোবর, ২০১৭
  • ৯২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস পরাজয়বরণ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৪৭ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ার পর দ্বিতীয় ইনিংসে ১৭২ রান করে অলআউট হয় সফরকারীরা।

ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতায় এবার ইনিংস পরাজয়ের মুখ দেখলো মুশফিকবাহিনী।

শুক্রবার শুরু হওয়া ব্লুমফন্টেইনের এ ম্যাচে টস জিতে আগে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা হেসেখেলে রান করেন। স্কোরবোর্ডে ৫৭৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

বিশাল সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের ৪২.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয় মুশফিকবাহিনী। যথারীতি ফলোঅনের লজ্জায় পড়ে টাইগাররা।

শনিবার দ্বিতীয় দিনেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। বিনা উইকেটে ৭ রান নিয়ে দিনের খেলা শেষ করে টাইগাররা।

আগের দিনের বিনা উইকেটে ৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে ফেরার পথ দেখান সৌম্য সরকার।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ তিনি। মাত্র ৩ রান করে রাবাদার বলে আউট হন সৌম্য। এরপর দ্রুতই ফিরে যান মুমিনুল হকও। মাত্র ১১ রান করে রাবাদার বলে সাজঘরে ফেরেন মুমিনুল।

ভালোই খেলছিলেন ইমরুল কায়েস। তবে অযথা লেগ স্ট্যাম্পের বাইরের একটি বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ইমরুল ৩২ রান করে অলিভারের বলে আউট হন।

ইমরুলের পর মুশফিকুর রহিম ব্যক্তিগত ২৬ রান করে ওয়েন পারনেলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন।তবে রিভিউ নিয়েও নিজেকে বাঁচাতে পারেননি মুশফিক।

আগের ম্যাচে হাল ধরা লিটন দাস ও অভিজ্ঞ মাহমুদউল্লাহ যখন ক্রিজে ছিলেন তখনও টাইগার সমর্থকদের একটা ‘আশা’ ছিল। একটি বড় জুটি গড়ে দলকে বড় পরাজয়ের হাত থেকে তারা যদি রক্ষা করেন!

কিন্তু সে আশাও গুড়েবালি। দলীয় ১৩৫ রানে আউট হয়ে যান প্রথম ইনিংসে ৭০ রান করা লিটন দাস এ ইনিংসে মাত্র ১০ রান করে বিদায় নেন।

লিটন দাসের পথ ধরে দলীয় ১৩৯ রানে বিদায় নেন দলের পক্ষে আশাজাগানিয়া ব্যাটসম্যান মাহমুদউল্লাহও। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন তিনি। তার ইনিংসটি ছিল ৭টি চার ও একটি দর্শনীয় ছক্কায় সাজানো।

দলীয় ১৪৫ রানের মাথায় সাব্বির ও তাইজুল পরপর সাজঘরে ফেরেন। দলীয় ১৫৬ রানে রুবেলের বিদায়ের পর ১৭২ রানে মোস্তাফিজ আউট হলে স্বাগতিকদের ইনিংস ও ২৫৪ রানের বিশাল জয় নিশ্চিত হয়ে যায়। এ পরাজয়ের ফলে দুই টেস্ট সিরিজে সফরকারী বাংলাদেশ স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-০ ম্যাচে হোয়াইটওয়াশ হয়।

আগামী ১৫ অক্টোবর বাংলাদেশ স্বাগতিকদের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচ খেলবে। এ ছাড়াও দ্বিতীয় ওয়ানডে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর ২২ অক্টোবর তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

স্বাগতিকদের সঙ্গে ২৬ অক্টোবর প্রথম টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলবে ২৯ অক্টোবর।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com