বাংলা৭১নিউজ, ময়মনসিংহ: জেলার ত্রিশালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে।
পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। এ সময় ৫ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত রাত ৩টার দিকে ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়নের বাঘা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধ হয়। এতে খুন ও অস্ত্রসহ ১৪ মামলার আসামি আশরাফুল ইসলাম নিহত হয়।
নিহতের বাড়ি গফরগাঁর উপজেলায়। এ সময় পুলিশ আরো পাঁচ ডাকাতকে আটক করতে সক্ষম হয়।
বাংলা৭১নিউজ/এন