কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অস্ত্রধারী ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে সাভার। এসয়ম গুলিতে নিহত হয়েছে ইয়ামিন নামে এক শিক্ষার্থী। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, নিহত ওই শিক্ষার্থী মিরপুর এমআইএসটিতে অধ্যয়নরত ছিলেন।
সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসূফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। আহত আরও ২৬ জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ