মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শুরু হলো ডিএমপির ‘রোড সেফটি স্লোগান কনটেস্ট-২০২৪’ ইরানি প্রেসিডেন্টের প্রথম জানাজাতেই মানুষের ঢল ঢাকায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ৮ বিভাগেই বৃষ্টি হতে পারে বহদ্দারহাটে হচ্ছে চট্টগ্রামের প্রথম আন্ডারপাস চট্টগ্রামে স্ত্রীসহ কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে দুদকের দুই মামলা দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সহকারী নিহত গণসংহতির বিক্ষোভ ঘিরে বাংলাদেশ ব্যাংকের সামনে নিরাপত্তা জোরদার সৌদি পৌঁছেছেন ৩২,৭১৯ জন হজযাত্রী দুই ঘণ্টায় ভোট পড়েছে ৭-৮ শতাংশ : ইসি অতিরিক্ত সচিব ১৫৬ উপজেলায় দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আজ ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী গাজায় নিহতের সংখ্যা ৩৫৫০০ ছাড়িয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ডিজিটাল মাধ্যমে বিদেশে অর্থপাচার রোধে প্রশিক্ষণের বিকল্প নেই বৃক্ষ সংরক্ষণ ও সম্প্রসারণ বিষয়ক গবেষণা বৃদ্ধি করা হবে বিকাশ অ্যাপে খোলা যাচ্ছে সেভিংস এলজিইডি’র সেই প্রকৌশলীর স্ত্রীরও ৬ কোটি টাকার অবৈধ সম্পদ! ব্যাটারিচালিত রিকশা কোথায় কীভাবে চলবে নির্দেশনার পর ব্যবস্থা ডিএমপি

ত্রিমুখী লড়াইয়ের আজ প্রথম ফাইনাল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ৮ মে, ২০১৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: বাকি মাত্র দু’ম্যাচ। প্রথম তিনের পয়েন্ট পার্থক্য মাত্র এক। কে হবে স্পেনের সেরা?

ইংলিশ প্রিমিয়ার লিগ। ইতালীয় সেরি এ। শনিবার বুন্দেশলিগাও। ইউরোপের প্রায় প্রতিটা হেভিওয়েট লিগই তাদের চ্যাম্পিয়ন পেয়ে গিয়েছে। কিন্তু স্পেন এখনও অপেক্ষায়। কিছু মাস আগে পর্যন্ত বার্সেলোনা আরাম করেই শীর্ষস্থান দখল করে রেখেছিল। কিন্তু টানা তিনটে হারের সৌজন্যে বাকি দুই মাদ্রিদও খেতাব দৌড়ে ঢুকে পড়ে। আজ এই ত্রিমুখী লড়াইয়ের প্রথম ফাইনাল। যেখানে একই সময়ে খেলতে নামবে লিগের তিন দাবিদার।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে অপ্রত্যাশিত বিদায়ের পরে গত বারের চ্যাম্পিয়ন বার্সেলোনার কাছে এখন লা লিগা জেতাই প্রধান লক্ষ্য। এমএসএন ত্রিফলার হাতে কোনও ট্রফি না উঠলে লুইস এনরিকেরও চাকরি নিয়েও ধোঁয়াশা দেখা দিতে পারে। তার উপরে আবার এই ম্যাচটাই এ বার লা লিগায় ন্যু কাম্পে বার্সার শেষ ম্যাচ।

এই কারণেই আজ এস্প্যানিয়লের বিরুদ্ধে ‘কাতালান ডার্বির’ আগে দলকে আত্মতুষ্ট না হয়ে পড়ার আবেদন জানালেন স্প্যানিশ কোচ। ‘‘লক্ষ্য হারালে চলবে না। ন্যু কাম্পে এই মরসুমে আমাদের শেষ ম্যাচ। এস্প্যানিয়ল দারুণ একটা চ্যালেঞ্জ।’’ লুইস সুয়ারেজ দুরন্ত ফর্মে থাকলেও নেইমার আর মেসি এখন নিয়মিত গোলের মধ্যে নেই। তাতে অবশ্য চিন্তিত নন বার্সা কোচ। ‘‘আমার দল তৈরি। আশা করছি সমর্থকরাও পাশে থাকবে। সুয়ারেজ দলের হয়ে ট্রফি জিততে বেশি পছন্দ করে সর্বোচ্চ গোলদাতা হওয়ার থেকে,’’ বলছেন এনরিকে।

বার্সা যখন নিজেদের প্রতিবেশীদের বিরুদ্ধে শীর্ষস্থান দখল করার লক্ষ্যে নামবে ঠিক তখনই দুই মাদ্রিদও তাদের ম্যাচ খেলবে। যাদের লক্ষ্য শেষ দিন পর্যন্ত লা লিগার যুদ্ধ টেনে নিয়ে যাওয়া। এ বারের চ্যাম্পিয়ন্স লিগের দুই ফাইনালিস্টের মধ্যে রিয়াল মাদ্রিদের সামনে ভ্যালেন্সিয়া। জিনেদিন জিদান কোচ হওয়ার পর থেকেই রিয়ালের অন্ধকার ভরা মরসুম হঠাৎ করেই আশার আলো দেখেছে।

লা লিগায় শেষ দশ ম্যাচে একটাও হারেনি রিয়াল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছাড়াও গ্যারেথ বেলও এখন দুর্দান্ত ফর্মে। বার্সা ও আটলেটিকোর থেকে মাত্র এক পয়েন্ট নীচে রিয়াল। বাকি দুই দাবিদারের উপরে চাপ বজায় রাখতে তাই ফরাসি কোচ চাইছেন লা লিগায় অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখতে। ‘‘ভ্যালেন্সিয়া এখন ভাল খেলছে। ওরা খুবই শক্তিশালী দল। কিন্তু আমাদের পয়েন্ট তুলতেই হবে,’’ বলছেন জিদান। সঙ্গে আবার ফাইনালে ওঠার আত্মবিশ্বাসকে শেষ দুই লা লিগা ম্যাচে কাজে লাগাতে বলছেন জিদান। বলছেন, ‘‘অনেক খেটেছে দল। এই জন্যই আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে পেরেছি।’’ রোনাল্ডো চোট প্রসঙ্গেও জিদান বলছেন দলের তুরুপের তাস এখন একশো শতাংশ ফিট। ‘‘রোনাল্ডোর কোনও সমস্যা নেই। ও খেলবে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে। বেঞ্জিমাও হয়তো খেলতে পারে।’’ আর আটলেটিকো মাদ্রিদ? যাদের মরসুম শুরুতে কোনও নম্বরই দেওয়া হয়নি। অথচ মরসুম শেষে স্পেনের বিগ-টুর রাস্তার প্রধান কাঁটা হয়ে উঠেছে তারা। বার্সেলোনার সঙ্গে সমান পয়েন্ট আটলেটিকোর। অর্থাৎ যদি বার্সা ড্র করে আর আটলেটিকো জেতে তা হলে শীর্ষে উঠবে দিয়েগো সিমিওনের দল। কিন্তু লেভান্তের বিরুদ্ধে ম্যাচের আগে সতর্ক সিমিওনে। তিন দিন আগেই দলকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তুলেছেন।

তবুও সিমিওনে বলছেন, ‘‘আমাদের সতর্ক থাকতে হবে। জিততেই হবে ম্যাচটা।’’

বাংলা৭১নিউজ/এস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com