বাংলা৭১নিউজ,ফরিদপুর প্রতিনিধি: জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, তৃণমুলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের মেরুদন্ড। তারাই দলের জন্য কাজ করে, ত্যাগ স্বিকার করে। তাই এসব নেতা কর্মীদের মূল্যায়ন করতে হবে। কোন ভেদাভেদ থাকলে তা ভুলে আগামী নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। উপনেতা বুধবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুরে নিজ বাড়িতে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় কালে এসব কথা বলেন।
উপনেতা আরো বলেন, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে, বঙ্গবন্ধু থেকে শুরু করে, তার কন্যা শেখ হাসিনা যখনই ক্ষমতায় এসেছেন তখনই দেশের উন্নয়ন হয়েছে।
মতবিনিময় সভায় উপনেতার রাজনৈতিক প্রতিনিধি ও কনিষ্ট পুত্র শাহদাব আকবর চৌধুরী লাবু, ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি কামরুজ্জামান সোহেল, যুগ্ম সম্পাদক শেখ মনির হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে নেত্রী নিজ বাড়ীতে পৌছুলে হার্জা হাজার নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানান।
বাংলা৭১নিউজ/জেএস