বুধবার, ২২ মে ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজার গণহত্যাকে স্বীকার করে না, তাদের নিষেধাজ্ঞা নিয়ে মাথা ব্যথা নেই কঠোর তদারকির অভাবে সুন্দরবন পুড়ে ছাই হচ্ছে : বাপা আমেরিকার আশায় আন্দোলন করলে হবে না: নুর বৃহস্পতিবার সন্ধ্যায় ১৪ দলের সভা ডেকেছেন শেখ হাসিনা সব সূচকে পিছিয়ে ঢাকা, বাসযোগ্যতায় দরকার রাজনৈতিক সদিচ্ছা বিএনপির বহিষ্কৃত নেতার কাছে ধরাশায়ী আ’লীগের ৫ নেতা কুড়িগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ঝালকাঠিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় অগ্নিসংযোগ-গুলিবর্ষণ, আহত ৪ সিলেট থেকে ছেড়ে গেল বিমানের হজ ফ্লাইট চট্টগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে রাষ্ট্রপতির আহ্বান আইসিসির ওপর নিষেধাজ্ঞার আভাস যুক্তরাষ্ট্রের এফডিসিতে নিপুণের শাস্তির দাবিতে শিল্পীদের মিছিল বোরো ধানের ফলনে সন্তোষ, দামে হতাশ কৃষক তেহরানে ইব্রাহিম রাইসির জানাজা পড়ালেন আয়াতুল্লাহ খামেনি তরুণরা ব্যবসায় এগিয়ে এলে বিনিয়োগ নিয়ে পাশে থাকবে প্রাণ অবশেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যে তিন দেশ হিমালয়সহ পাহাড়-পর্বত রক্ষায় বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে লাল গোলাপের সাজে মোহনীয় লুকে ভাবনা এমপি আনোয়ারুল হত্যাকাণ্ড দুই দেশের কোনো বিষয় নয়: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কে সেনা অভ্যুত্থান: বন্দুকের মুখে সাংবাদিকতা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৬ জুলাই, ২০১৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: শুক্রবার যখন তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টা চলছিল তখন প্রথম আঘাতটা এসেছিল তুরস্কের গণমাধ্যমের ওপর। বিদ্রোহী সেনারা হানা দেয় রেডিও, টেলিভিশন এবং পত্রিকা অফিসগুলোতে।

সিএনন টার্ক তুর্কী ভাষায় সিএনএন-এর নিউজ চ্যানেল)এর সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। অন্যদিকে রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি দখল করে নেয় সৈন্যরা।

সেখানকার একজন একজন নারী সাংবাদিক জানিয়েছেন, সৈন্যরা তাকে বন্দুকের মুখে একটি বিবৃতি পড়ে শোনাতে বাধ্য করে।

সেনারা বন্দুকের মুখে বিবৃতি পড়তে বাধ্য করে এই সাংবাদিককে

সেনারা বন্দুকের মুখে বিবৃতি পড়তে বাধ্য করে এই সাংবাদিককে

তুরস্কের জনপ্রিয় সংবাদপত্র ‘হুরাইয়াত গেজেটেসি’তেও হানা দেয় সেনাবাহিনীর একটি দল। পত্রিকাটির সাংবাদিক এমরে কিযিলকায়া জানান, তার কয়েকজন সহকর্মীকে জিম্মি করে বিদ্রোহী সেনারা।

অভ্যূত্থান শুরু হওয়ার পর বিদ্রোহীরা ঘোষণা করে যে ‘শান্তি কাউন্সিল’ দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। দেশে সামরিক আইন জারি করা হয়েছে এবং কারফিউ কার্যকর করা হয়েছে।

অভ্যুত্থানের শুরু থেকেই বিদ্রোহীরা গণমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইটগুলো ব্লক করে দেয়া হয়।

রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটির পর সেনাবাহিনী হানা দেয়া সিএনএন টার্কে। আংকারায় তাদের অফিস ভবনে ঢুকে সেনা সদস্যরা টেলিভিশন ট্যানেলের পরিচালক এবং সম্পাদককে কন্ট্রোল রুম থেকে বের করে দেয়। এরপর এটির লাইভ নিউজ সম্প্রচারও বন্ধ করে দেয়া হয়।

স্কাইপে সিএনএন টার্ক টিভি চ্যানেলে কথা বলেন প্রেসিডেন্ট এরদোয়ান

স্কাইপে সিএনএন টার্ক টিভি চ্যানেলে কথা বলেন প্রেসিডেন্ট এরদোয়ান

ফেসবুকে সিএনএন এর লাইভ ফীডে দেখা যায় শূন্য নিউজ ডেস্ক এবং চেয়ার। তবে বিদ্রোহীরা নিয়ন্ত্রণ নেয়ার আগেই সিএনএন টার্ক প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এরদোয়ানের একটি বক্তব্য

প্রচার করে যাতে তিনি জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান। মোবাইল ফোন থেকে স্কাইপে তিনি সিএনএন টার্কের সঙ্গে কথা বলেন।

তবে রয়টার্স জানাচ্ছে, অভ্যুত্থানের খবর ছড়িয়ে পড়ার পর ফেসবুক, টুইটার এবং ইউটিউব ব্লক করে দিয়েছিল সরকার নিজেই। তবে এর মধ্যেই প্রেসিডেন্ট এরদোয়ান কয়েকটি টুইট করেছেন।

তিনি তুরস্কের জনগণকে মোবাইল ফোন থেকে টেক্সট মেসেজও পাঠান রাস্তায় নেমে প্রতিবাদ করার আহ্বান জানিয়ে।

বাংলা৭১নিউজ/সূত্র:বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com