বাংলা৭১নিউজ, ডেস্ক: ‘তুমি যদি চাও প্রত্যকটি দিনই হবে ভ্যালেন্টাইন ডে। প্রতিটি দিনকেই আমার কাছে ভ্যালেন্টাইন ডে বানিয়ে দাও তুমি’- প্রেমিকা আনুষ্কা শর্মাকে এভাবেই টুইটারে বার্তা দিয়েছেন ভারতীয় ক্রিকেটে তিন ফরম্যাটের অধিনায়ক বিরাট কোহলি। গতকাল ছিলো বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটি উপলক্ষে নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এভাবেই আনুষ্কার সামনে নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান কোহলি।
গেল কয়েক বছর ধরেই প্রেম সাগরে ডুব দিয়ে রয়েছেন কোহলি ও অভিনেত্রী আনুষ্কা শর্মা। দু’পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্বান্তেও পৌঁছেছেন তারা। তবে তাদের ভালোবাসাটা বর্তমানে কোন পর্যায়ে আছে, তা স্পষ্ট করে দিয়েছেন কোহলি। টুইটারে আনুষ্কাকে উদ্দেশ্য করে নিজের ভালোবাসার প্রকাশ করে পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছেন কোহলি। যেমনটা ব্যাট হাতে ২২ গজে দুর্দান্ত সব পারফরমেন্সে ক্রিকেট বিশ্বকে জানিয়ে দেন তিনি। ক্রিকেট মাঠের মতই দুর্দান্ত বার্তায় আনুষ্কাকে ভালোবাসার মাত্রাটা আবারো বুঝিয়ে দিলেন কোহলি।
বাংলা৭১নিউজ/সিএইস