সোমবার, ২০ মে ২০২৪, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বন্দরে সতর্ক সংকেত মাটি পরীক্ষা করে সার প্রয়োগ, আলোর মুখ দেখেছেন কৃষকরা চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত: রাইসি ছাড়াও নিহত হলেন যারা দেশের উন্নয়নে ৫ কৌশলে গুরুত্ব দিচ্ছে জাতিসংঘ রাইসির মৃত্যুতে ‘গভীরভাবে শোকাহত’ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আজ থেকে ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ টানা চতুর্থবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি ‘বিশ্বের উন্নত দেশগুলোকে বিনিয়োগে আকৃষ্ট করছে বাংলাদেশ’ ভোটের মাঠের নিরাপত্তায় প্রায় দুই লাখ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন হজ পালন করতে সৌদি পৌঁছেছেন ৩০৮১০ জন দ্বিতীয় দিনে ফের সড়ক অবরোধ অটোরিকশা চালকদের সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতে বিএসটিআই নিরলস কাজ করে যাচ্ছে মানসম্মত পণ্য উৎপাদনে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী নিহত ইসলামী ব্যাংকের সচেতনতা বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত ‘দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই’ বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ করতে চায় কানাডা কুমিল্লায় বজ্রপাতে যুবকের মৃত্যু দূতাবাসগুলোর কার্যক্রম তদারকির নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর

তালায় ৩ জনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২৬ জুলাই, ২০১৭
  • ৬৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা থেকে : ফেসবুকে অশ্লীল মন্তব্য করায় সাতক্ষীরার তালা উপজেলায় তিন ব্যক্তির নামে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। সোমবার দিবাগত রাতে তালা উপজেলা সদরের সৈয়দ তরিকুল ইসলাম বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় এ মামলাটি দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, তালা উপজেলার নলতা গ্রামের পঞ্চানন মন্ডলের ছেলে অরবিন্দু মন্ডল (৪৫), উপ-শহরের মহল্লাপাড়ার মীর খোকনের ছেলে মীর মাসুম ওরফে বিকুল (৩০) ও একই পাড়ার মিজানুর রহমানের ছেলে মীর রাসেল (২৮)।
বাদী মামলার এজাহারে উল্লেখ করেছেন, গত ১৫ জুলাই ২০১৭ তারিখে ‘মীর জাকিরের সমর্থক, নামে ফেসবুকে আইডি থেকে সমাজে তাকে (তরিকুল) হেয়প্রতিপন্ন করতে বিভিন্ন ধরণের অশ্লীল মন্তব্য করা হয়। মন্তব্যটি হলো-‘দূর্নীতিবাজ সৈয়দ তরিকুল এবার তালা উপজেলা চেয়ারম্যান বাবু সনৎ কুমারকে জড়িয়ে মিথ্যা ভাবে ফাঁসাচ্ছে। মীর মাসুম ওরফে বিকুলের আইডি থেকে বিভিন্ন সময় তার বিরুদ্ধে এ ধরনের নানা কুৎসা রটানো হয়েছে।
একই উদ্দেশ্যে, গত ১৬ জুলাই অরবিন্দু মন্ডল তার নিজ আইডি থেকে তরিকুলকে উদ্দেশ্য করে লেখেন-‘এই সেই চিটার। যে উপজেলা চেয়ারম্যানের নামে মিথ্যা প্রচার করছে।
এছাড়া, গত ১৭ জুলাই মীর রাসেল তার নিজ আইডি থেকে তরিকুলকে উদ্দেশ্য করে লেখেন, যে লাদেনকে অনুসরন করে বিভিন্ন স্থান থেকে নিজের দক্ষ মনোবল দ্বারা নির্মিত মিথ্যা বানোয়াট গল্প তৈরি এবং সেটা ভিডিও করে জাতির উদ্দেশ্যে পাঠাচ্ছে। আমার জানা মতে লাদেন নাকি বিভিন্ন গুহাতে আত্মগোপন করেছিল। কিন্তু বর্তমানে লাদেন বেশে তরিকুল কোথায় অবস্থান করছে তা জাতি জানতে চায়। তার অপরুপ সৌন্দর্যপূর্ন রুপটি জাতি দেখতে চায়। এই ছন্দবেশি লাদেনের আগমনের জন্য অপেক্ষায় আছে তালা বাসি।’
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেসবুকে অশ্লীল মন্তব্য করায় তরিকুল ইসলাম বাদী হয়ে উপরোক্ত তিন জনের নামে মামলাটি দায়ের করেছেন। মামলা নং ১১, তারিখ ২৪/০৭/২০১৭ ইং। তিনি আরো জানান, তদন্তপূর্বক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যাস্থা নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com