মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ডিজিটাল মাধ্যমে বিদেশে অর্থপাচার রোধে প্রশিক্ষণের বিকল্প নেই বৃক্ষ সংরক্ষণ ও সম্প্রসারণ বিষয়ক গবেষণা বৃদ্ধি করা হবে বিকাশ অ্যাপে খোলা যাচ্ছে সেভিংস এলজিইডি’র সেই প্রকৌশলীর স্ত্রীরও ৬ কোটি টাকার অবৈধ সম্পদ! ব্যাটারিচালিত রিকশা কোথায় কীভাবে চলবে নির্দেশনার পর ব্যবস্থা ডিএমপি ভারত থেকে রেলের ২০০ বগি কিনছে বাংলাদেশ, চুক্তি সই মেয়রের সামনে কাউন্সিলর রতনকে জুতাপেটা করলেন কাউন্সিলর চামেলী বাজেট অধিবেশন শুরু ৫ জুন দেশের অর্থনীতি শূন্যে, ক্র্যাশল্যান্ডিং হতে পারে বাজার ম‌নিট‌রিং জোরা‌লো করতে প্রধানমন্ত্রীর নি‌র্দেশ রাইসির মৃত্যুতে রাষ্ট্রপতির শোক মেয়েকে ঘুমে রেখে ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুললেন মা প্রধানমন্ত্রী ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ডার্ড তৈরি করতে বলেছেন বঙ্গবন্ধু শান্তি পুরস্কার দেবে বাংলাদেশ, নীতিমালা অনুমোদন ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শেখ হাসিনার শোক ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বিশ্বনেতাদের শোক কুমিল্লায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রেসিডেন্ট রাইসি নিহত, ইরানে পাঁচদিনের শোক ঘোষণা প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

তানোরে এসএসসি পরীক্ষার্থীকে এ্যাসিড ছুড়তে গিয়ে আটক ২ যুবক

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১০২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মমিনুল ইসলাম মুন, তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে বিয়ের ১৪দিন পর স্বামীকে ডিভোর্স দেয়ায় জের ধরে এসএসসি পরীক্ষার্থী স্ত্রীকে বন্ধুদের নিয়ে রাতে এ্যাসিড ছুড়তে গিয়ে গ্রামবাসীর হাতে আটক হয়েছে স্বামীর সহযোগী বন্ধু ২যুবক। তবে, গ্রামবাসীর কাছ থেকে কৌশলে পালিয়ে গেছে ডিভোর্স প্রাপ্ত ওই স্বামী। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত ৯টার দিকে তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামে। এঘটনায় ওই পরীক্ষার্থীর পিতা বাদি হয়ে ৩জনকে আসামী করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ, পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, তানোর উপজেলার জুড়ানপুর গ্রামের সামসুল আলমের পুত্র আক্তারুজ্জামান লিটন (৩০)’র সাথে তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামের আলাল উদ্দিনের কন্যা এসএসসি পরীক্ষার্থী (১৬)’র চলতি বছরের ৫জানুয়ারী বিয়ে হয়। স্বামীর বাড়িতে না গিয়েই বিয়ের ১৪দিন পর ১৯জানুয়ারী স্ত্রী ওই পরীক্ষার্থী নিজেই তার স্বামীকে ডিভোর্স দেয়। এর পর থেকে লিটন তার স্ত্রী ওই পরীক্ষার্থীকে বিভিন্ন মাধ্যমে, নানা ভাবে বিভিন্ন প্রকার প্রলোভন দিয়ে আবারো বিয়ে করে সংসার করার অনুরোধ করে আসছিলো।

বুধবার রাত ৯টার দিকে পূর্ব পরিকল্পিত ভাবে লিটন তার সহযোগী ২বন্ধু একই উপজেলার গাগরন্দ গ্রামের জসিম উদ্দিনের পুত্র জামিল উদ্দিন (২৭) ও গাগরন্দ গ্রামের সিরাজুল ইসলামের পুত্র এসএসসি পরীক্ষার্থী আব্দুল গাফ্ফার (১৭) কৃষ্ণপুরস্থ ওই ছাত্রীর ঘরের জানালার পিছনে ঘুরা ঘুরি করছিলো। এসময় পার্শের বাড়ির কেতাবুর নামের ১ব্যাক্তি তাদেরকে দেখে ‘ওখানে কে’ জিঙ্গাসা করামাত্র তারা দৌড়ে মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। মুহুর্তেই বিষয়টি গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে এসময় ওই ছাত্রীর ঘরের জানালার পিছন থেকে একটি টাইগার ড্রিক্্েরর বোতলে এ্যাসিড ও একটি সিরিন্জ পড়ে থাকতে দেখে গ্রামের লোকজন গ্রাম পুলিশের সহায়তায় তা উদ্ধার করেন। পরে মোবাইলে খবর দেয়া হলে তাঁতিহাটি গ্রামের লোকজন রাস্তায় বেরিগেট দিয়ে তাদেরকে আটক করেন।

এসময় মটরসাইকেল সাইডে রাখার কথা বলে ডিভোর্স প্রাপ্ত স্বামী আক্তারুজ্জামান লিটন তার ২ বন্ধুকে ফেলে কৌশলে মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে গ্রামবাসী উদ্ধার হওয়া এ্যাসিড ভর্তি বোতল ও সিরিন্জসহ আটক ২জনকে পুলিশে সোপর্দ করেন। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে গোদাগাড়ী সার্কেল এএসপি একরামুল হক থানায় উপস্থিত হয়ে গ্রেপ্তারকৃত ২জনসহ চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনসহ গ্রামবাসী এবং ছাত্রীর পিতাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মামলা করার নির্দেশ দেন। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চ্যেলের সৃষ্টি হয়েছে।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে রাতেই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭দিনের রিমান্ড আবেদন করে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে। পলাতক ডিভোর্স প্রাপ্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com