বাংলা৭১নিউজ,আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ২ কেজি ৭০০ গ্রাম স্বর্ণ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে এসব স্বর্ণ আটক হলেও পাচারকারিকে ধরতে পারেনি বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যটালিয়নের আওতাধীন সদর উপজেলার তলুইগাছা ক্যাম্পের হাবিলদার কবীর এর নেতৃত্বে বিজিবি টহলদল স্বর্ণ পাচারকারিকে দাঁড়ানোর সংকেত দিলে সে একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ওই প্যাকেট থেকে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের ২৭ টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সরকার মোস্তাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ।
বাংলা৭১নিউজ/জেএস